পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অপভ্র উপহাৰ । অপরূপ বৃক্ষ এক, আছে স্বৰ্গ ধামে, ধরে তায় নানাফল, ভক্তি-প্রীতি নামে ; দেবতার ছেলে সব, খেয়ে সেই ফল, হ’য়েছে সুশীল, শান্ত, স্বভাব-সরল । চাহ কি তোমরা কেহ, সেই রম্য-ফল, খেলে যাহা পায় নর, দেবতার বল ? যদি কোন সুচতুর, শিশু হেথা থাক, এ সময় যত্ন ক'রে, ফল নিয়ে রাখ, দিব আমি সেই ফল, তোমা সবাকারে, তুষ্ট হ’য়ে লও এই, দিব্য-উপহারে । ভুলিয়ে ভবের জ্বালা, ধ্যান-মগ্ন হ’য়ে, একদা ছিলাম যবে, নিশীথ-সময়ে, পরম সুন্দর শিশু, মোরে দেখা দিয়ে, রেখে গেছে ফলগুলি, এ কথা কহিয়ে :– “শুন, শুন, মর্ত্য-বাসী, শিশু-বন্ধু যত, স্বগের এ ফল লও, যত পার তত ; ছিছি, ছিছি, তোমরা ত ভকতি-বিহীন, শ্রদ্ধ-হীন গুরুজনে, পাপ-পঙ্কে লীন ; সত্য হ’তে মিথ্যা কথা, বেশী ভালবাস, পরের বিপদ দেখে, মনে মনে হাস ; ኟዓb”