পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন। কটু বই মিষ্ট-কথা, কভু নাহি বল, মা’র কথা না শুনিয়ে, নিজ-পথে চল ; কথায় কথায় কর, ক্রোধ-অহঙ্কার, বুঝি বা তোমরা নও, স্বস্ট বিধাতার ! তোমাদের ব্যবহারে, ব্যথা পেয়ে মনে, দেবের বালক আমি, এসেছি গোপনে ; লও ফল সুমধুর, অতীব যতনে, যত পার খাও নিজে, দাও বন্ধুগণে ; এ ফলের মধুরতা, কভু কমিবে না, এখন না খে’লে ফল, আর পাইবে না ; এখন যে খাবে ফল, পরেও সে পাবে, মন-সুখে সেই জন, জীবন কাটাবে। লও ভক্তি, লও প্রীতি, দয়া, ক্ষমা, ধৃতি, বিবেক, সন্তোষ আর, শ্রদ্ধা, শান্তি, স্মৃতি ; লও ফল সহিষ্ণুতা, আর কৃতজ্ঞতা, যত পার খাও ফল, নামে সুশীলতা ; লও ফল উপাদেয়, সত্য-সরলতা, বড় ভালবাসে ইহা, স্বগের দেবতা ; · দেবের বালক মোরা, এই ফল খেয়ে, উন্নত হয়েছি এত, তোমাদের চেয়ে । যদি কেহ “স্বৰ্গ-সুখ” পাইবারে চাও, যত্ন ক'রে এ সময়, ফলগুলি খাও । ጲዓ>