পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । সন্ধ্যায় শয়ন, কাস ঘন ঘন, সঘনে ডাকয়ে গল, মুদিত নয়ন, ঘুচাইয় দেখ, উদিত তৈয়াছে বেলা । শ্বাস যে বোধন, মূত্র ঘন ঘন, সঘনে পীবহি পানী, তাই বলি ভাই, গৌরহরি বল, দাস বলরাম বাণী ।” হলধর বাবুর আত্ম-গ্লানি ও স্বপ্ন-দর্শন। “ সাত্ম-প্রসাদ যেমন পুণ্যের অবশ্যম্ভালী পুরস্কার, আত্ম-প্লানিও তেমন পাপের অবশ্বাস্তাবি-শাস্তি ।” বাস্তবিক, পাপাত্মাকে কোন ও না কোন ও সময়ে, অনুতাপ ভোগ করিতেই হয়। যখন পাপ অন্তঃকরণে জমাট বাধিতে পাকে, তখন আত্ম-গ্রানি উপস্থিত হয় না। আমাদের হলধর বাবুর অন্তঃকরণ ও, এতদিন পাপের ঘন আবরণে আচ্ছাদিত ছিল ; এক্ষণে ঈশ্বর কৃপায়, তাহাতে আত্ম-গ্লানির অমৃত রশ্মি প্রবেশ করিল। তিনি অতিথিগণকে তাড়াইয়া দিয়া, অন্দর মহলে প্রবেশ করিলেন ; অন্দরে যাইয়া স্নান ও আহার করিলেন ; দুগ্ধ-ফেণ-নিভ শয্যায় শয়ন করিয়া, নিদ্র। যাইতে চেষ্টা করিলেন, কিন্তু, নিদ্রা আসিল না ; তাহার মনে এক নুতন ভাবের আবির্ভাব হইল ; তিনি চিন্তা করিতে লাগিলেন, “আজ আমার মন এরূপ অবসন্ন বোধ হইতেছে কেন । কখনও ত এমন হয় নাই ! কত গুরুতর পাপ করিয়াছি, কিন্তু, চিত্তের এরূপ অবসাদ, কখনও ত উপস্থিত হয় নাই । আজ তিনটি ব্রাহ্মণকে দূর করিয়া দেওয়াতে, $ ዓ