পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । দেখিলেন, হুবর্ণময় পথের দুই পার্শ্বে অপূর্ব বৃক্ষ শ্রেণী ; হুবর্ণদেহ পক্ষীর মধুর গীতি তাহার কর্ণগোচর হইল ; তিনি কিয়দুর অগ্রসর হইলেন, পথ অগল-রুদ্ধ হইয়া গেল । তিনি অগলের শব্দ শুনিয়া, হঠাৎ জাগরিত হইলেন ; দেখিলেন, আপন পর্যাঙ্কোপরেই শয়িত আছেন ; স্বপ্ন-বৃত্তান্ত আছোপান্ত পুনঃপুনঃ স্মরণ করিয়া, মানসিক যন্ত্রণানুভব করিতে লাগিলেন । মোহিনী মূৰ্ত্তি । এখনও সন্ধা হয় নাই ; নারায়ণ ভাবিতে লাগিলেন, কি উপায়ে পাম গু হলধরকে শিক্ষা দিবেন । হলধর ঘোর ইন্দ্রিয়পরায়ণ ; কামিনী-কাঞ্চনষ্ট, তাহার জীবনের একমাত্র উপাস্ত । সুন্দরী রমণীর কথা অধিকতর চিন্তাকর্মক হইবে, এই ভাবিয়া, তিনি, কুসুমের কোমলতা, মধুর মধুরতা ও সুন্দরীগণের সৌন্দর্য্য আহরণ করিলেন ; এই আহৃত দ্রব্যের সম্মিলনে, মায়াবলে এক দিব্য কান্তি মোহিনী মূৰ্ত্তির স্মৃষ্টি করিলেন । তদবধি কিয়ংকাল, কুহুমের আদর, মধুর উপাদেয়ত্ব ও সুন্দরীর গৌরবের বহুল পরিমাণে লাঘব হুইল ! সৌন্দৰ্য্য-জগতে মহা আন্দোলন উপস্থিত হইল ! মোহিনী হলধর বাবুকে স্থপথে আনিতে আদিষ্ট হইলেন । অলৌকিক শক্তি-সম্পন্ন মোহিনী, স্বকীয় বিশ্ব-বিমোহনসন্ন্যাসিনী-মুৰ্ত্তিতে, হলধর বাবুর সিংহ-দ্বারে উপস্থিত হইলেন। দ্বারবান তাহাকে অভ্যর্থনা করিয়া, বৈঠকখানায় লইয়া গেল । R :)