পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । কশ্চিদযাতি চ রাজেন্দ্রো দিব্য যানেন কৰ্ম্মণা, কশ্চিৎ কীট পতঙ্গেষু কশ্চিৎ পশ্বাদি যোনিয় । কেহ রাজ-রাজেশ্বর হইয়া, দিব্য-যানাদিতে আরোহণ করিয়া বেড়ায় ; কেহ কৰ্ম্ম-ফলে কীট-পতঙ্গ ও পশু-যোনি প্রাপ্ত হয়। কশ্চিৎ কৃষ্ণশ্চ গৌরশ্চ শ্যামলশ্চ স্বকৰ্ম্মণ, কশ্চিন্তুক্ত্যাচ প্রাপ্নোতি কৃষ্ণ-দাস্ত্যং সুদুল ভমৃ । কেহ কৃষ্ণবর্ণ, কেহ গৌরবর্ণ, কেহ শ্যামবর্ণ প্রাপ্ত হয়, এলঃ কেহ ভক্তি দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের সুদুলভ দাসত্ব লাভ করিয়া থাকে । প্রাক্তনাৎ সুখ দুঃখে চ রোগং শোকং ভয়ং পিতঃ, স্বস্তৃত্যুরপ মৃত্যুৰ্ব্ব চিরায়ুরন্স জীবনঃ ॥ হে তাতঃ প্রাক্তন হইতেই সুখ, দুঃখ, রোগ, শোক ও ভয় ত্যাদি উপস্থিত হয় এবং সমৃত্যু, অপমৃত্যু, দীর্ঘায়ুঃ ও অল্পায়ু, ইহা ও প্রাক্তন হইতেই হইয় থাকে । আকাশমূৎ পততু গচ্ছতু বা দিগন্তম্, অন্তোনিধিং বিশতু তিষ্ঠতু বা যথেষ্টমৃ, জন্মান্তরাজ্জিত-শুভাশুভ-কৃন্নরাণাম, , ছায়েব ন ত্যজতি কৰ্ম্মফলানুবন্ধঃ । হে জনগণ ! তোমরা আকাশেই উড়িয়া বেড়াও, দিগ্‌ দিগন্তেই চলিয়৷ যাও, সমুদ্র মধ্যেই প্রবেশ কর, কিম্বা যেখানে সেখানেই বাস কর, কোন মতেই কৰ্ম্ম-ফল এড়াইতে পরিবে না; 3ళి