পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন। সমস্ত পাপ করিয়াও, যদি বিষ্ণুতে মন সমর্পণ করে, তবে সেই ব্যক্তিও, তৎক্ষণাৎ ঐ সমস্ত পাপ হইতে মুক্তিলাভ করে।. হলধর । আপনি মানবী নহেন, নিশ্চয়ই দেৰী ; এ পাষণ্ডকে মুক্ত করার জন্যই, এস্থানে আগমন করিয়াছেন । আমি এতদিন অন্ধ ছিলাম ; আপনি আমাকে চক্ষু দিলেন । আমি সৎকার্য্যে একটি পয়সাও ব্যয় করি নাই ; আমার অর্থ কেবল পাপ-কার্য্যেই ব্যয়িত হইয়াছে । অতিথি দেখিলেই জ্বলিয়া উঠিতাম ! হায় ! আমি কি পাষণ্ড । অতিথি-সেবার যে এত মাহাত্ম্য, তাহ জানিতাম না ! মোহিনী । তোমার যে আত্ম-গ্লানি জন্মিয়াছে, ইহা শুভ লক্ষণ বটে । অনুতাপাগ্নিতে পাপ-রাশি ভস্ম করিতে থাক, তোমার মঙ্গল অবশ্যম্ভাবি । মোহিনী কথা বলিবার সময়, এরূপ ঐন্দ্রজালিক শক্তিবিস্তার করিয়াছিলেন যে, শ্রোতৃমণ্ডলী তাহার কথায় কিছুমাত্র বিরক্তি বোধ করিল না। তিনি বুঝিতে পারিলেন, এখনও তাহারা নাগ-পাশে আবদ্ধ আছে ; তিনি যাহা বলিবেন, তাহার কিছুই নিস্ফল হইবে না। মোহিনী শ্রোতৃমণ্ডলীকে সম্বোধন করিয়া বলিলেন, তোমর আরও কিছুকাল ধৈর্য্যাবলম্বন কর, আমি আরওঁ কয়েকটি কথা বলিতেছি ঃ– তোমরা কি ছিলে, আর এক্ষণে কি হইয়াছ, একবার ভাব দেখি ? যে দেশ সদাচার ও সস্তাবের জন্মভূমি, যে দেশে মিথ্যা, {};