পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । অনন্তর সমবেত নরনারীগণ, পূর্ণ হৃদয়ে, স্ব স্ব বাসস্থানে গমন করিলেন। হলধর বাবু গণেশকে তাহার গৃহেই রাত্রি যাপন করিতে অনুরোধ করিলেন ; তিনি তাহ অতি বিনীতভাবে প্রত্যাখ্যান করিয়া, এই গানটি গাইতে গাইতে, সেই স্থান পরিত্যাগ করিলেন । “অপার হরি নামের মহিমা । প্রাণ কর শীতল, বোল হরি বোল, ঘুচ্বে মনের কালিমা ॥ হরিনামে পাষাণ গলে, আয় ডাকি আয়, হরি বোলে। হরি হৃদয়-মাঝে উদয় হবে, হরি প্রেমের নাই সীমা ॥” এ দিকে মোহিনী অদৃশ্যভাবে প্রভূর নিকট উপস্থিত হইলেন। প্রভু তাহার কার্য্য-কুশলতায় পরিতুষ্ট হইয়া, তাহাকে বিদায় দিলেন। তদবধি কুসুম-দাম, মধু-রাশি ও সুন্দরীগণ পূর্ব গৌরব লাভ করিল। নারদ ও গণেশ যথাস্থান হইতে সঙ্কীৰ্ত্তন করিয়া গৃহে ফিরিলেন। গণেশ একান্ত আগ্রহের সহিত হলধর বাবুর বাটীর যাবতীয় বৃত্তান্ত আছোপান্ত বর্ণনা করিতে লাগিলেন । নারায়ণ সাতিশয় ধীরতার সহিত উত্তর করিলেন, “বৎস, হয় ত কোনও দেবী আসিয়া থাকিবেন ; যাহা হউক, হলধরের যে আত্ম-গ্রানি জন্মিয়াছে, ইহা আশার কথা বটে। যে হলধরের বাটতে ভিক্ষুকগণ এক মুষ্টি “ক্ষুদ ও” ভিক্ষা পাইত না, দেখিও, সেই হলধর “দেবীর অন্নক্ষেত্ৰ” নামে শীঘ্রই একটি অতিথিশাল স্থাপন করিবে ! যে হলধরের নিকট হরিনাম বিষবৎ প্রতীয়মান হইত, সে আজ সেই হরির “দাস” হইবার অভিলাষী : 8 ○