পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । আবার যাহার সামথ্য আছে, তাহার ইচ্ছা নাই ! ভগবন্‌ ! তোমার এ রহস্য ভেদ করা আমাদের অসাধ্য! কথিত আছে? — পরোপকার সচ্চৰ্য্যা জ্ঞানং যত্ৰ ন ভাস্বরম্। বৃথা বহতি তজ্জীবঃ শরীরং ব্যাধি-মন্দিরম্ ॥ অর্থাৎ পরোপকার, সদাচরণ ও জ্ঞান যাহার দেহে স্মৃত্ত্বি ন পায়, তাহার ব্যাধি-মন্দির এই দেহ ধারণ করা বৃথা ।” দেবগণের নন্দীগ্রাম পরিত্যাগ । রাত্রি প্রভাত হইল। দেবগণ উঠিয়া প্রাতঃকৃত্য সমাপন করিলেন। ব্রাহ্মণ ও ব্রাহ্মণী তাহাদের পদ-ধূলি লইলেন । নারায়ণ বলিলেন, “আমরা তোমাদের ব্যবহারে যারপর নাই প্রীতি-লাভ করিলাম। টাকা পয়সায় লোক বড় হয় না ; যাহার অন্তঃকরণ বড়, সেই প্রকৃত বড় লোক । দানং দরিদ্রস্য প্রভোশ্চ শান্তিঃযুনাং তপে জ্ঞানবতাঞ্চ মৌনম্, ইচ্ছা-নিবৃত্তিশ্চ স্থখাসিতাণাম্ দয়া চ ভূতেষু দিবং নয়ন্তি ॥ দরিদ্র ব্যক্তির দান, ক্ষমতাপন্নের ক্ষমা, যুবার তপস্যা, জ্ঞানবানের মৌনভাব, সুখীর সুখে অনিচ্ছ, আর সর্বভূতে দয়া, এ সকলই স্বৰ্গ-গমনের উপায় । 8 & 趁