পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় দৃশ্য। পতিব্রত রমণী । দেশের কি দুর্ভাগ্য ! কি দুৰ্দ্দিন ! যে দেশে সীতা, সাবিত্ৰী, দ্রৌপদী ও দময়ন্তীর ন্যায় পতিগত-প্রাণ রমণীগণ জন্মগ্রহণ করিয়াছেন, সে দেশে স্ত্রী-জাতির এরূপ অভাবনীয় অধঃপতনদর্শনে, কাহার মনে না আতঙ্ক উপস্থিত হয় । দিন দিন ভারতভূমি পতিব্ৰতা রমণী-শূন্য হইতেছে! দিন দিন ভারত-বাসী বিবাহিত জীবনকে অশেষ দুঃখের আকর মনে করিতেছে। হায় ! এদেশের অধিকাংশ রমণীর কার্য্য-কলাপ দৃষ্টে, স্বতঃই মনে হয়, যেন তাহদের মধ্যে অনেকেই, এক্ষণে আর স্বামীর “সহধৰ্ম্মিণী” নহেন ! “হা অরুন্ধতী-দময়ন্তী-সীতা-সাবিত্রি । দিব্য ধাম হইতে তোমরা এ দেশের গৃহে গৃহে কি দৃশ্ব দেখিতেছ মা ? অামাদের আর্য্য-ঋষি-গ্রথিত স্ত্রী-নীতি-তত্ত্বানুসারে তোমরা গঠিত হইয়া ছিলে, কিন্তু, এ দেশে আর সে নীতি-রত্বের তেমন অাদর নাই মা ! সেই নীতি-মালার আলোচনায়, কাহার মনে না আনন্দের সঞ্চার হয় ? কিন্তু হায় ! তাজ আমরা সে আনন্দের অধিকারী নহি । শাস্ত্রাদিতে যখন আমরা পড়ি,—স্ত্রী, ভর্তার সমানব্ৰতাচরণ করিবে, শ্বশ্ৰ-শ্বশুর, গুরু-দেবতা ও অতিথির পূজা করিবে ; যখন পড়ি,—স্ত্রীগণ গৃহোপকরণ দ্রব্যাদি বেশ গুছাইয় & 8