পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । না শুনিলে, ইহার জন্য বার বার তাহাকে কিছু বলিবে না ; প্রবৃত্তি শান্ত হইলেই,-—স্বামীর চরিত্র, আপনিই শোধিত হইয়া যাইবে । ১১ । জাপানী স্ত্রী বৃথা বাক্য বলিবে না, মিথ্যা কহিবে না ; কাহারও নিন্দা করিবে না, অপরের নিন্দ শুনিলে, চাপিয়৷ রাখিবে,—ফুটিয়া বলিবে না ; বলিলে, সংসারে দ্বন্দ্ব-কলহ উপস্থিত হইতে পারে। ১২ । জাপানী স্ত্রী সর্বদাই সংসারের কাজ কৰ্ম্ম করিবে, প্রত্যুষে সকলের অগ্ৰে শয্যা হইতে উঠিবে ; সকলের শেষে শয়ন করিবে। পান-ভোজনে বা বেশ-ভূষায় বহু ব্যয় করিবে না ; থিয়েটার যাত্রা দেখিবে না ; যেখানে বহু পুরুষের সমাগম, তেমন স্থলে যাইবে না । ১৩। যুবতী স্ত্রীলোক, কোন যুবা পুরুষের সহিত, স্বামীর কোন আত্মীয় পুরুষের সহিত, এমন কি, স্বামীর পুরুষ-ভূত্যের সহিতও, মেশামেশি ভাবে কথা কহিবে না ; সহস্র প্রয়োজন থাকিলেও, কোন যুবককে পত্র লিখিবে না । -- ১৪ । বিবাহিতা স্ত্রী, শ্বশুর-শাশুড়ীর সম্পত্তির অধিকারিণী হইয়া থাকে,—মাতা পিতার নহে ; সুতরাং বিবাহিত স্ত্রী— মাতা পিতা অপেক্ষা শ্বশুর শাশুড়ীর অধিক সেবা করিবে । ঘন ঘন মাতা পিতাকে দেখিতে যাইবে না ; প্রয়োজন হইলে, লোক পাঠাইয়া তত্ত্ব লইবে । স্বামীর আদেশ ব্যতীত কুত্রাপি যাইবে না এবং কাহাকেও কোন সামগ্ৰী দিবে না। 設*