পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । ১৫ । বহু ভূত্য থাকিলেও, বিবাহিতা স্ত্রী, যথাশক্তি স্বামীর গৃহে সকল কাৰ্য্যই নিজে করিবে ; শ্বশুর শাশুড়ীর কাপড় কাচিবে ; অন্ন প্রস্তুত করিয়া দিবে ; নিজহস্তে স্বামীর শষ্য। প্রস্তুত করিবে। জাপানী প্রসূতি ছেলেদের ময়লা-মাখ কাপড় নিজেই পরিষ্কার করিবে ; সর্বদাই নিজের বাড়ীতে থাকিবে । ১৬। স্বামীর সংসারের চাকর-চাকরাণী, যদি স্বামীর কোন আত্মীয়-স্বজনের নিন্দ করে, তাহদের নামে লাগায়, তাহা হইলে, জাপানী স্ত্রী সে কথায় কাণ দিবে না। কিছুকাল পূর্বে অর্থাৎ বিবাহের অগ্ৰে যে শ্বশুর শাশুড়ী নববধূর একান্ত অপরিচিত ছিলেন, তাহদের নামে লাগাইয়া, মন ভাঙ্গাইয়া দিতে এবং মন ভাঙ্গাইয়া সংসার-সুখ নষ্ট করিতে কতক্ষণ ? যে পাপবুদ্ধি চাকর চাকরাণী এরূপ লাগাইতে আসিবে, তাহাদিগকে তাড়াইয়া দিবে। ১৭। নিন্দ করা আর দ্বেষ করাই, স্বভাবতঃ স্ত্রীলোকের দোষ । মুর্থতাই ইহার কারণ। ফলে, সোণার সংসার ছারখার হইয় যায়। এই সব কারণে, বিবাহিত জাপানী স্ত্রী কোন বয়সে এবং কোন অবস্থাতেই স্বতন্ত্র চলিবার চেষ্টা করিবে না ; সৰ্ব্বদাই স্বামীর বশে থাকিবে । ভাল কাজ করিলেও, তাহার জন্য বড়াই করিবে না । লোকে মন্দ বলিলে, নীরবে সহ করিবে ; দোষ শোধ রাইয়া লইয়া ভাল হইবার চেষ্টা করিবে। ১৮ । জাপানী স্ত্রী, যদি শ্বশুর শাশুড়ীর আজ্ঞা প্রতিপালনে অযত্ন প্রকাশ করে, যদি অবিশ্বাসিনী, হিংসাপরায়ণ, কুষ্ঠাদিতে శ్రీ సె