পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । অনন্তর ভট্টাচার্ষ্য মহাশয় বলিলেন, অনেক রাত্ৰি হ’য়েছে, এস ঘুমাই ।” তৎপর তাহার। “পদ্মনাভ” বলিয়া শয়ন করিলেন এবং “ওঁ নমো ভগবতে বাসুদেবায়,” এই মন্ত্র স্মরণ করিতে করিতে, অনতিকাল মধ্যেই নিদ্রা দেবীর কোমল ক্রোড়ে আশ্রয় গ্রহণ করিলেন । নারায়ণ, এই ধৰ্ম্ম-মতি দম্পতীর চরিত্র-মাধুর্য্য দর্শন করিয়া, সাতিশয় প্রীতি-লাভ করিলেন । এই সময় “সতী ও পতি” নামে একটি কবিতা, তাহার মনে পড়িল – সতী ও পতি । নন্দন-কাননে ফুটে, ফুল নানা জাতি, সুখে তায়, খেলে প্রজাপতি, নীরবে নিভৃতে গড়ি, দুটি অনুপম, দিলা নাম, “সতী আর পতি ।” বিধানের গুরুভার, করিতে বহন, প্রাণ র্তার, যবে ব্যথা পায়, চিন্তাকুল চিতে বিধি, পশি উপবনে, ফুল পানে, অমনি তাকায় । বিধি বলে, “স্থজিলাম, এই ফুল্ল ফুল, বিশ্ব-মাঝে, সুখের আকর, কে কোথা আছ রে জীব, এস ত্বর করি, স্নিগ্ধকর, তাপিত অন্তর । ●8