পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । ংযম শিক্ষা কর এবং একই ভাবে, স্বাৰ্থ-ত্যাগ কর ; কালে, সুপুষ্ট ও সুগঠিত বৃক্ষে, অবশ্যই সুফল ফলিবে । পতি-ভক্তি সম্বন্ধে এইরূপ লিখিত আছে – > এই নীতি-কথা বলি, পতি-ভক্তি হীন যত রমণীর কাছে,— পতির চরণ কোণে, সতীর স্বরগ ধাম, লুক্কায়িত আছে। २ স্বামী,—স্বৰ্গ-ধাম, স্বামী,—মোক্ষকাম, স্বামী,—স্ত্রীজাতির আরাধ্য ধন, ধৰ্ম্ম, অর্থ যত, স্বামীতে নিহিত, রেখো, তার পায় পরাণ মন । আহা ! এই কবিতা দুটি, এ দেশীয় ললনাগণের হৃদয়ে, মূল মন্ত্রের স্যায় জাগরূক থাকিলে, আমার কতই না আনন্দের বিষয় হইত !” - মনে মনে এইরূপ আলোচনা করিতে করিতে, নারায়ণ, রাত্রি দুই ঘটিকার সময়, দেবালয়ে প্রত্যাগমন করিলেন । meams assass"***