পাতা:দেবী চৌধুরানী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

w छ। कङ ? প্রে । অনেক । - . i !, ভ। ঠিক বল কত। ভাড়াভাড়ি করিলে আমার লোক আসিয়া বাড়ী খুড়িয়া দেখিবে। . . . " প্র । কুড়ি ঘড়া। ভ। এ ধন লইয়া তুমি কি করিবে ? প্র । দেশে লইয়া যাইব । ভ। রাখিতে পারিবে ? প্র । আপনি সাহায্য করিলে পারি। ভ। এই বনে আমার পূর্ণ অধিকার। এই বনের বাহিরে আমার তেমন ক্ষমতা নাই। এ বনের বাহিরে ধন লইয়া গেলে, আমি রাখিতে পারিব না । প্র । তবে আমি এই বনেই এই ধন লইয়া থাকিব। আপনি রক্ষা করিবেন ? ভ। করিব। কিন্তু তুমি এত ধন লইয়া কি করিবে ? প্র । লোকে ঐশ্বৰ্য্য লইয়া কি করে ? ভ | ভোগ করে । প্র । আমিও ভোগ করিব । ভবানী ঠাকুর “হোঃ হো!” করিয়া হাসিয়া উঠিল। প্রফুল্ল অপ্রতিভ হইল। দেখিয়া ভবানী বলিল, “মা ! বোকা মেয়ের মত কথাটা বলিলে, তাই হাসিলাম । তোমার ত কেহই নাই বলিয়াছ, তুমি কাকে নিয়া এ ঐশ্বৰ্য্য ভোগ করিবে ? এক কি ঐশ্বৰ্য্য ভোগ হয় ?” - প্রফুল্ল অধোবদন হইল । ভবানী বলিতে লাগিল, “শোন। লোকে ঐশ্বৰ্য্য লইয়া, কেহ ভোগ করে, কেহ পুণ্যসঞ্চয় করে, কেহ নরকের পথ সাফ করে । তোমার ভোগ করিবার যো নাই। কেন না, তোমার কেহ নাই। তুমি পুণ্যসঞ্চয় করিতে পার, না হয় নরকের পথ সাফ করিতে পার। কোনটা করিবে ?” 盛> প্রফুল্ল বড় সাহসী । বলিল, “এ সকল কথা ত ডাকাইতের সর্দারের মত লছে।” * ব্রা। না ; আমি কেবল ডাকাইতের সর্দার নহি । তোমার কাছে আর আমি ডাকাইতের সর্দার নহি, তোমাকে আমি মা বলিয়াছি, সুতরাং আমি এক্ষণে তোমার পক্ষে প্রথম খণ্ড– দ্বাদশ পরিচ্ছেদ s: ,