পাতা:দেবী চৌধুরানী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

to * দেবী চৌধুরী আসক্তি আছে। অতএব এই ধন হইতে আপনার দেহরক্ষা করিবে। আর সব শ্ৰীকৃষ্ণে অর্পণ কর। কিন্তু শ্ৰীকৃষ্ণ-পাদপদ্মে এ ধন পৌছিবে কি প্রকারে । . প্র। শিপিয়াছি, তিনি সৰ্ব্বভুতস্থিত। অতএব সৰ্ব্বভূতে এ ধন বিতরণ করিব। ভ। ভাল ভাল। ভগবান স্বয়ং বলিয়াছেন— “যে মাং পশুতি সৰ্ব্বত্র সৰ্ব্বঞ্চ ময়ি পশুতি । তস্তাহং ন প্ৰণামি স চ মে ন প্রণগুতি | “সৰ্ব্বভূতস্থিতং যে মাং ভজত্যেকত্বমাস্থিত: | সৰ্ব্বথা বর্তমানোহপি স যোগী ময়ি বৰ্ত্ততে ॥ "আত্মৌপম্যেন সৰ্ব্বত্র সমং পশুতি যোহর্জন । সুখং বা যদি বা দু:খং স যোগী পরমে মত; ॥”* কিন্তু এই সৰ্ব্বভুতসংক্রামক দানের জন্য অনেক কষ্ট, অনেক শ্রমের প্রয়োজন। তাহ তুমি পরিবে ? প্র । এত দিন কি শিখিলাম ? - ভ। সে কষ্টের কথা বলিতেছি না। কখন কখন কিছু দোকানদারি চাই। কিছু বেশ-বিন্যাস, কিছু ভোগ-বিলাসের ঠাট প্রয়োজন হইবে । সে বড় কষ্ট। তাহা সহিতে পারিবে ? 锡 প্র । সে কি রকম ? ভ। শোন। আমি ত ডাকাইতি করি। তাহা পূৰ্ব্বেই বলিয়াছি। প্র। আমার কাছে শ্রীকৃষ্ণের যে ধন আছে, কিছু আপনার কাছে থাক। এই ধন ৷ লইয়া ধৰ্ম্মাচরণে প্রবৃত্ত থাকুন। দুষ্কৰ্ম্ম হইতে ক্ষান্ত হউন। - ভ। ধনে আমারও কোন প্রয়োজন নাই। ধনও আমার যথেষ্ট আছে। আমি ধনের জন্য ডাকাইতি করি না। প্র। তবে কি ? ভ। আমি রাজত্ব করি । প্র । ডাকাইতি কি রকম রাজত্ব ? ভ। যাহার হাতে রাজদণ্ড, সেই রাজা । প্র। রাজার হাতে রাজদণ্ড।

  • শ্ৰীমদ্ভগবদগীতা, ৬ অ, ৩০-৩২ । ,