পাতা:দেবী চৌধুরানী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঙ্গরাজ বলিল, “আপত্তি নাই। উহার যদি হাত খোলা পাইয়, আমাদের উপর আক্রমণ করে, তখনই আমরা আপনার মাথা কাটিয়া ফেলিব। ইহা উহাদের বুঝাইয়া দিন।” ব্রজেশ্বর দ্বারবানদিগকে সেইরূপ বুঝাইয়া দিলেন। আর ভরসা দিলেন যে, তাহারা যেরূপ বীরত্ব প্রকাশ করিয়াছে, তাহাতে শীঘ্রই তাহাদের ডালরুটির বরাদ বাড়িবে। তখন ব্ৰজেশ্বর ভৃত্যবর্গকে আদেশ করিলেন যে, “তোমরা নিঃশঙ্কচিত্তে এইখানে বজরা লইয়া থাক । কোথাও যাইও না বা কিছু করিও না। আমি শীঘ্র ফিরিয়া আসিতেছি।” এই বলিয়া তিনি রঙ্গরাজের সঙ্গে ছিপে উঠিলেন। ছিপের নাবিকেরা “দেবী রাণী-কি জয়” স্থাকিল—ছিপ বাহিয়া চলিল । পঞ্চম পরিচ্ছেদ ব্ৰজেশ্বর যাইতে যাইতে রঙ্গরাজকে জিজ্ঞাসা করিল, “আমাকে কত দূর লইয়া যাইবে— তোমার রাণীজি কোথায় থাকেন ?” রঙ্গ। ঐ বজরা দেখিতেছ না ? ঐ বজরা তার । ব্রজ। ও বজরা ? আমি মনে করিয়াছিলাম, ওখানা ইঙ্গরেজের জাহাজ–রঙ্গপুর লুটিতে আসিয়াছে। তা অত বড় বজরা,কেন ? রঙ্গ। রাণীকে রাণীর মত থাকিতে হয় । উহাতে সাতটা কামরা আছে । ত্র। এত কামরায় কে থাকে ? . রঙ্গ। একটায় দরবার। একটায় রাণীর শয়নঘর। একটায় চাকুরাণীর থাকে । .*. একটায় স্নান হয় । একটায় পাক হয় । একটা ফাটক। বোধ হয়, আপনাকে আজ সেই কামরায় থাকিতে হইবে । - w এই কথোপকথন হইতে হইতে ছিপ আসিয়া বজরার পাশে ভিড়িল। দেবী রাণী ওরফে দেবী চৌধুরাণী তখন আর ছাদের উপর নাই। যতক্ষণ তাহার লোকে ডাকাইতি করিতেছিল, দেবী ততক্ষণ ছাদের উপর বসিয়া, জ্যোৎস্নালোকে বীণা বাজাইতেছিল। তখন বাজনাট বড় ভাল হইতেছিল না--বেস্তুর, বেতাল, কি বাজিতে কি বাজে—দেবী অন্তমনা হইতেছিল। তার পরে যাই ছিপ ফিরিল, দেবী অমনি নামিয়া কামুরাব ভিতরে প্রবেশ করিয়াছিল। এদিকে রঙ্গরাজ ছিপ হইতে কামরার দ্বারে আসিয়া দাড়াইয়, “রাণীজি-কি জয়”