পাতা:দেবী চৌধুরানী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্রজ। আপাততঃ সঙ্গে নাই। নিশি । বজরা হইতে আনিয়া দিন । ব্রজ। বজরাতে যাহা ছিল, তাহা আপনার অনুচরেরা লইয়া আসিয়াছে। অার এক কড়া কাণ কড়িও নাই । * - নিশি। মাঝিদের কাছে ধার করিয়া আমুন। ব্রজ। মাঝিরাও কাণ কড়ি রাখে না। ’ নিশি। তবে যত দিন না আপনার উপযুক্ত মূল্য আনাইয়া দিতে পারেন, তত দিন কয়েদ থাকুন। - - ব্ৰজেশ্বর তার পর শুনিলেন, কামরার ভিতরে আর একজন কে—কণ্ঠে সেও বোধ হয় স্ত্রীলোক—দেবীকে বলিতেছে, “রাণীজি ! যদি এক কড়া কাণা কড়িই এই মানুষটার দর হয়, তবে আমি এক কড়া কাণ কড়ি দিতেছি। আমার কাছে উহাকে বিক্রী করুন।” ব্ৰজেশ্বর শুনিলেন, রাণী উত্তর করিল, “ক্ষতি কি ? কিন্তু মানুষটা নিয়ে তুমি কি করিবে ? ব্রাহ্মণ, জল তুলিতে, কাঠ কাটিতে পারিবে না।” ব্ৰজেশ্বর প্রত্যুত্তরও শুনিলেন,—রমণী বলিল, “আমার রাধিবার ব্রাহ্মণ নাই। আমাকে * রাধিয়া দিবে।” তখন নিশি ব্রজেশ্বরকে সম্বোধন করিয়া বলিল, “শুনিলেন,—আপনি বিক্ৰী হইলেন —আমি কাণা কড়ি পাইয়াছি। যে আপনাকে কিনিল, আপনি তাহার সঙ্গে যান, রাধিতে হইবে।” ব্ৰজেশ্বর বলিল, “কই তিনি " & নিশি। স্ত্রীলোক—বাহিরে যাইবে না, আপনি ভিতরে আস্থন। बळे ॰ज्ञि८घ्छ् ব্ৰজেশ্বর অনুমতি পাইয়া, পর্দা তুলিয়া, কামরার ভিতরে প্রবেশ করিল। প্রবেশ করিয়া যাহা দেখিল, ব্ৰজেশ্বর তাহাতে বিম্মিত হইল। কামরার কাষ্ঠের দেওয়াল, বিচিত্র চারু চিত্রিত। যেমন আশ্বিন মাসে ভক্ত জনে দশভূজা প্রতিমা পূজা করিবার মানসে প্রতিমার চাল চিত্রিত করায়—এ তেমনি চিত্র। শুম্ভনিশুম্ভের যুদ্ধ ; মহিষাস্বরের যুদ্ধ ; দশ অবতার ; অষ্ট নায়িক সপ্ত মাতৃকা ; দশ মহাবিদ্যা কৈলাস ; বৃন্দাবন ; লঙ্কা; ইশ্রালয় ; নবনারী-কুঞ্জর ।