পাতা:দেবী চৌধুরানী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় খণ্ড-সপ্তম পরিচ্ছেদ * فيه ত্র । তবে ইহার মধ্যে এখানে আসিলেন কি প্রকারে ? নিশি । আমাদের ছিপ দেখিয়াছেন ত ? পঞ্চাশ বোটে । ত্র। তবে আপনারাই কেন ছিপে করিয়া সাগরকে রাখিয়া আসুন না ? নিশি। তাতে একটু বাধা আছে। সাগর কাহাকে না বলিয়া রাণীর সঙ্গে আসিয়াছে —এজন্য অন্য লোকের সঙ্গে ফিরিয়া গেলে, সবাই জিজ্ঞাসা করিবে, কোথায় গিয়াছিলে ? আপনার সঙ্গে ফিরিয়া গেলে উত্তরের ভাবনা নাই । - ত্র। ভাল, তাই হইবে । আপনি অনুগ্রহ কলিয়। ছিপ হুকুম করিয়া দিন । “দিতেছি” বলিয়া নিশি সেখান হইতে সরিয়া গেল । তখন সাগরকে নির্জনে পাইয়া ব্রজেশ্বর বলিল, “সাগর ! তুমি কেন এমন প্রতিজ্ঞা করিয়াছিলে ?” মুখে অঞ্চল দিয়া–এবার ঢাকাই রুমাল নহে—কাপড়ের যেখানটা হাতে উঠিল, সেইখানটা মুখে ঢাকা দিয়া সাগর কাদিল—সেই মুখরা সাগর টিপিয়া টিপিয়া, কঁাপিয়া কঁাপিয়, চুপি চুপি ভারি কান্না কাদিল । চুপি চুপি—পাছে দেবী শোনে । কান্না থামিলে ব্রজেশ্বর জিজ্ঞাসা করিল, “সাগর ! তুমি আমায় ডাকিলে না কেন ? ডাকিলেই সব মিটিয়া যাইত ।” সাগর কষ্টে রোদন সংবরণ করিয়া, চক্ষু মুছিয়া বলিল, “কপালের ভোগ, কিন্তু আমি নাই ডাকিয়াছি—তুমিই বা আসিলে না কেন ?” ত্র । তুমি আমায় তাড়াইয়া দিয়াছিলে—না ডাকিলে যাই কি বলিয়া ? এই সকল কথাবার্তা যথাশাস্ত্র সমাপন হইলে, ব্রজেশ্বর বলিল, “সাগর । তুমি ডাকাইতেন সঙ্গে কেন আসিলে ?” সাগর বলিল, “দেবী—সম্বন্ধে আমার ভগিনী হয়, পূর্বে জানা শুনা ছিল। তুমি চলিয়া আসিলে, সে গিয়া আমার বাপের বাড়ী উপস্থিত হইল। আমি কাদিতেছি দেখিয়া সে বলিল, 'কাদ কেন ভাই—তোমার শু্যামচাদকে আমি বেঁধে এনে দিব । আমার সঙ্গে দুই দিনের তরে এসো। তাই আমি আসিলাম ! দেবীকে সম্পূর্ণ বিশ্বাস করিবার আমার বিশেষ কারণ আছে । তোমার সঙ্গে আমি পলাইয়া চলিলাম, এই কথা আমি চাকরাণীকে বলিয়া আসিয়াছি। তোমার জন্য এই সব আল-বোলা, সটকা প্রভৃতি সাজাইয়া রাখিয়াছি—একবার তামাক টামা খাও, তার পর ষেও ” . . ব্ৰজেশ্বর বলিলেন, “কই, যে মালিক, সে ত কিছু বলে না।” - . 9יג