পাতা:দেবী চৌধুরানী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

DD DD BB BBBS BB BB BBBD DDD BBB BDSDDBBB BBS আসিল, পড়িল না। তাই দেবী সে জল দেখিতে পাইল না। দেখিতে পাইলে আজ একটা । কাণ্ডকারখানা হইয়া যাইত। দুইখানা মেঘেই বৈদ্যুতি ভরা। - প্রণাম করিয়া, নিম্ননয়নে দেবী বলিতে লাগিল, “আমি আপনাকে আজ জোর করিয়া । ধরিয়া আনিয়া বড় কষ্ট দিয়াছি। কেন এমন কুকৰ্ম্ম করিয়াছি, শুনিয়াছেন। আমার অপরাধ · লইবেন না।” - ব্ৰজেশ্বর বলিলেন, “আমার উপকারই করিয়াছেন।” বেশী কথা বলিবার ব্রজেশ্বরের শক্তি নাই । দেবী আরও বলিল, “আপনি আমার এখানে দয়া করিয়া জলগ্রহণ করিয়াছেন, তাহাড়ে । আমার বড় মৰ্য্যাদা বাড়িয়াছে। আপনি কুলীন—আপনারও মর্য্যাদা রাখা আমার কর্তব্য। আপনি আমার কুটুম্ব । যাহা মৰ্য্যাদাস্বরূপ আমি আপনাকে দিতেছি, তাহা গ্রহণ করুন।” ব্র । স্ত্রীর মত কোন ধন ? আপনি তাই আমাকে দিয়াছেন। ইহার বেশী আর কি দিবেন ? ও ব্রজেশ্বর ! কি বলিলে ? স্ত্রীর মত ধন আর নাই ? তবে বাপ বেটায় মিলিয়া প্রফুল্লকে তাড়াইয়া দিয়াছিলে কেন ? - পালঙ্কের পাশে একটি রূপার কলসী ছিল—তাহা টানিয়া বাহির করিয়া, দেবী ব্রজেশ্বরের নিকটে রাখিল, বলিল,-“ইহাই গ্রহণ করিতে হইবে ।” ব্রজ। আপনার বজরায় এত সোনা রূপার ছড়াছড়ি যে, এই কলসীটা নিতে আপত্তি করিলে, সাগর আমায় বকিবে । কিন্তু একটা কথা আছে— কথাটা কি-দেবী বুঝিল, বলিল, “আমি শপথ করিয়া বলিতেছি, এ চুরি ডাকাইতির নহে । আমার নিজের কিছু সঙ্গতি আছে—শুনিয়া থাকিবেন। অতএব গ্রহণপক্ষে কোন সংশয় করিবেন না।” ব্ৰজেশ্বর সম্মত হুইল—কুলীনের ছেলের আর অধ্যাপক ভট্টাচার্য্যের “বিদায়" বা “মর্য্যাদা” গ্রহণে লজ্জা ছিল না—এখনও বোধ হয় নাই । কলসীটা বড় ভারী ঠেকিল, ব্রজেশ্বর সহজে তুলিতে পারলেন না। বলিলেন, “এ কি এ ? কলসীটা নিরেট না কি !” দেবী। টানিবার সময়ে উহার ভিতর শব্দ হইয়াছিল—নিরেট সম্ভবে না।