বিষয়বস্তুতে চলুন

পাতা:ধর্ম্মতত্ত্ব-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శళా ۰ هد গুরু। সে বিষয়ে বিশেষ সতর্ক থাকা উচিত। যাহারা কুকাব্য প্রণয়ন করিয়া পরের চিত্ত কলুষিত করিতে চেষ্টা করে, তাহারা তস্বরাদির স্তায় মন্থন্তজাতির শক্ত। এবং তাহাদিগকে তস্বরাদির স্তায় শারীরিক দণ্ডের দ্বারা দণ্ডিত করা বিধেয় । । 癮 অষ্টাবিংশতিতম অধ্যায় —উপসংহার i গুরু। অনুশীলনতত্ব সমাপ্ত করিলাম। যাহা বলিবার তাহ সব বলিয়াছি এমনঃ নহে । সকল কথা বলিতে হইলে কথা শেষ হয় না। সকল আপত্তির মীমাংসা করিয়াছি । এমন নহে ; কেন না তাহা করিতে গেলেও কথার শেষ হয় না । অনেক কথা অস্পষ্ট বা অসম্পূর্ণ অাছে, এবং অনেক ভুলও যে থাকিতে পারে তাহ আমার স্বীকার করিতে আপত্তি নাই। আমি এমনও প্রত্যাশা করিতে পারি না যে, আমি যাহা বলিয়াছি, তাহা সকলই বুৰিয়াছ। তবে ইহার পুনঃপুনঃ পৰ্য্যালোচনা করিলে ভবিষ্যতে বুঝিতে পারিবে, এমন ভরসা করি। তবে স্থূল মৰ্ম্ম যে বুঝিয়াছ, ৰোধ করি এমন প্রত্যাশা করিতে পারি। শিষ্য। তাহা আপনাকে বলিতেছি শ্রবণ করুন। . ১ । মজুন্যের কতকগুলি শক্তি আছে। আপনি তাহার বৃত্তি নাম দিয়াছিলেন। সেইগুলির অনুশীলন, প্রস্ফুরণ ও চরিতার্থতায় মমুন্যত্ব । ২ । তাঁহাই মমূহের ধৰ্ম্ম। : ৩। সেই অনুশীলনের সীমা, পরস্পরের সহিত বৃত্তিগুলির সামঞ্জস্ত। ৪ । তাহাই সুখ। "" ৫ । এই সমস্ত বৃত্তি উপযুক্ত অনুশীলন হইলে ইহার সকলই ঈশ্বরমুখী হয় ঈশ্বরমুখতাই উপযুক্ত অনুশীলন । সেই অবস্থাই ভক্তি। - - - ৬। ঈশ্বর সর্বভূতে আছেন ; এই জন্ত সৰ্ব্বভূতে প্রীতি, ভক্তির অন্তর্গত, এবং * নিতান্ত প্রয়োজনীয় অংশ। সৰ্ব্বভূতে প্রতি ব্যতীত ঈশ্বরে ভক্তি নাই, মনুষ্যত্ব নাই, ধৰ্ম্ম নাই । - - ৭। আত্মপ্রীতি, স্বজনপ্রীতি, স্বদেশপ্রীতি, পশুপ্রীতি, দয়া, এই ঐতির অন্তর্গত । ইহার মধ্যে মনুম্ভের অবস্থা বিবেচনা করিয়া, স্বদেশগ্ৰীতিকেই সর্বশ্রেষ্ঠ ধৰ্ম্ম বলা উচিত । এই সকল স্থূল কথা ।