পাতা:ধর্ম্মতত্ত্ব-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মমুষ্যের ধৰ্ম্ম কি, তাহার সন্ধান করিলেই পাওয়া যায়। শন্য। তাই ত জিজ্ঞাস্য। - গুরু। উত্তরও সহজ। চৌম্বকের ধৰ্ম্ম কি ? . শিষ্য। লৌহাকর্ষণ । গুরু । অগ্নির ধৰ্ম্ম কি ? শিষ্য। দাহকত । গুরু । জলের ধৰ্ম্ম কি ? শিষ্য। দ্রাবকত । গুরু। বৃক্ষের ধৰ্ম্ম কি ? শিষ্য। ফল পুষ্পের উৎপাদকত। গুরু । মানুষের ধৰ্ম্ম কি ? শিষ্য। এক কথায় কি বলিব ? গুরু । মনুষ্যত্ব বল না কেন ? শিষ্য। তাহা হইলে মনুষ্যত্ব কি বুঝিতে হইবে। গুরু। কাল তাহা বুঝাইব । চতুর্থ অধ্যায়।—মনুষ্যত্ব কি ? গুরু। মনুষ্যত্ব বুঝিলে ধৰ্ম্ম সহজে বুঝিতে পারিবে। তাই আগে মনুষ্যত্ব বুঝাইতেছি। মনুষ্যত্ব বুঝিবার আগে বৃক্ষত্ব বুঝ। এই একটি ঘাস দেখিতেছ, আর এই বটগাছ দেখিতেছ—দুইটিই কি এক জাতীয় ? শিষ্য। হা, এক হিসাবে এক জাতীয়। উভয়েই উদ্ভিদ। গুরু। দুইটিকেই কি বৃক্ষ বলিবে ? শিষ্য। না, বটকেই বৃক্ষ বলিব—ওটি তৃণ মাত্র। গুরু । এ প্রভেদ কেন ? শিষ্য। কাণ্ড, শাখা, পল্লব, ফুল, ফল এই লইয়৷ বৃক্ষ । বটের এ সব আছে, ঘাসের এ সব নাই ।