পাতা:ধর্ম্মতত্ত্ব-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ન્ટ ·薇 ধৰ্ম্মতত্ত্ব গুরু। ভূতকে জানিবে কোন শাস্ত্রে । শিষ্য । বহির্বিজ্ঞানে । গুরু। অর্থাৎ উনবিংশ শতাব্দীতে কোমতের প্রথম চারি—Mathematics, Astronomy, Physics, Chemistry, ofte, costfos, owto do oito এই জ্ঞানের জন্ত আজিকার দিনে পাশ্চাত্যদিগকে গুরু করিবে । তার পর আপনাকে জানিবে কোন শাস্ত্রে ? a' শিষ্য। বহির্বিবজ্ঞানে এবং অন্তর্বিবজ্ঞানে । গুরু। অর্থাৎ কোমৃতের শেষ দুই–Biology, Sociology, এ জ্ঞানও পাশ্চাত্যের নিকট যাচঞা করিবে । শিষ্য। তার পর ঈশ্বর জানিবে কিসে ? গুরু। হিন্দুশাস্ত্রে। উপনিষদে, দর্শনে, পুরাণে, ইতিহাসে, প্রধানতঃ গীতায় । শিষ্য। তবে, জগতে যাহ। কিছু জ্ঞেয়, সকলই জানিতে হইবে। পৃথিবীতে যত প্রকার জ্ঞানের প্রচার হইয়াছে, সব জানিতে হইবে। তবে জ্ঞান এখানে সাধারণ অর্থে ব্যবহৃত হইয়াছে ? গুরু। যাহ। তোমাকে শিখাইয়াছি, তাহ মনে করিলেই ঠিক বুঝিবে । জ্ঞানার্জনীবৃত্তি সকলের সম্যক ফুৰ্ত্তি ও পরিণতি হওয়া চাই। সৰ্ব্বপ্রকার জ্ঞানের চর্চা ভিন্ন তাহা হইতে পারে না । জ্ঞানার্জনীবৃত্তি সকলের উপযুক্ত ফুৰ্ত্তি ও পরিণতি হইলে, সেই সঙ্গে অনুশীলন ধৰ্ম্মের ব্যবস্থানুসারে যদি ভক্তি বৃত্তিরও সম্যক ফুৰ্ত্তি ও পরিণতি হইয়। থাকে, তবে জ্ঞানার্জনীবৃত্তিগুলি যখন ভক্তির অধীন হইয়া ঈশ্বরমুখী হইবে, তখনই এই গীতোক্ত জ্ঞানে পৌছিবে । অনুশীলন ধৰ্ম্মেই যেমন কৰ্ম্মযোগ, অনুশীলন ধৰ্ম্মেই তেমনি জ্ঞানযোগ।

  • শিশু। আমি গণ্ডমুখের মত আপনার ব্যাখ্যাত অনুশীলন ধৰ্ম্ম সকলই উল্ট। বুৰিয়াছিলাম ; এখন কিছু কিছু বুঝিতেছি।

গুরু। এক্ষণে সে কথা যাউক । এই জ্ঞানযোগ বুঝিবার চেষ্টা কর । শিৱ । আগে বলুন, কেবল জ্ঞানেই কি প্রকারে ধর্মের পূর্ণত হইতে পারে ? তাহা হইলে পণ্ডিতই ধাৰ্ম্মিক। গুরু। একথা পূৰ্ব্বে বলিয়াছি। পাণ্ডিত্য জ্ঞান নহে। যে ঈশ্বর বুঝিয়াছে, যে ঈশ্বরে জগতে যে সম্বন্ধ তাহ বুঝিয়াছে, সে কেবল পণ্ডিত নহে, সে জ্ঞানী। পণ্ডিত ন৷