পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৭ অধ্যায় ।] মথিলিখিত সুসমাচার な? “ বস্ত্রের জন্যে গুলিবাট করে,” ভবিষ্যদ্বক্তাদ্বারা এই যে ৩৬ কথা উক্ত ছিল, তাহ সিদ্ধ হইল। পরে তাহারা সে স্থানে ৩৭ বলিয় তাহার প্রহরি কৰ্ম্মেতে নিযুক্ত থাকিল । এবং এ যিহুদীয়দের রাজ। যীশু, এই অপবাদের লিপিপত্র তাহার ৩৮ মস্তকের উৰ্দ্ধে, লাগাইয়। দিল । এবং তাহার বাম ও দক্ষিণ দুই পার্থে দুই চোরকে তাহার সঙ্গে ক্রুশে বিদ্ধ করিল ৷ ৩৯ তখন পথ দিয়া যে২ লোক যাতায়াত করিল, সকলেই ৪ । শিরক্ষালন পূর্বক নিদা করিয়া কছিল, হে মন্দির ভয়কারি ও তিন দিনের মধ্যে তাহার নির্মাণকারি, আপনাকে রক্ষা কর, তুমি যদি ঈশ্বরের পুত্র বট, তবে কুশহইতে ৪ ১ নাম । এবং প্রধান যাজকের ও অধ্যাপকেরা এবং প্রাচীন ৪২ লোকেরাও সেই মত বিদ্রুপ করিয়া কহিল, এ ব্যক্তি অন্য২ লোককে রক্ষা করিল, কিন্তু আপনাকে রক্ষা করিতে পারে না ; যদি ইসায়েলের রাজা হয়, তবে এখনই ক্রুশহইতে নামুক ; তাহাতে আমরা তাহাকে প্রত্যয় ক৪৩ রিব । সে ঈশ্বরের প্র্যাত্যাশা রাখিল ; ঈশ্বর যদি তাছাতে । সন্তুষ্ট হন, তবে এখনই তাহাকে রক্ষা করুন ; কেননা সে ৪৪ কহিল, আমি ঈশ্বরের পুত্র । আর যে চোরেরা তাহার সঙ্গে ক্রুশে বিদ্ধ হইল, তাহারাও সেই ৰূপে র্তাহাকে নি দা করিল ৷ - ৪৫ পরে ৰেল দ্বিতীয় প্রহরাবধি ততীয় প্রহর পর্যন্ত সমুদয় ৪৬ দেশ অন্ধকারাবৃত হইল । এবং তৃতীয় প্রহর সময়ে যীশু উচ্চৈঃস্বরে কছিলেন, এলী ২ লাম। শিবক্তনী, অর্থাৎ “হে “ আমার ঈশ্বর, হে আমার ঈশ্বর, তুমি কেন আমাকে ৪ ৭ “ পরিত্যাগ কর ?” তাহাতে সে স্থানে দণ্ডায়মান লোকদের মধ্যে কেহ২ ঐ কথা শুনিয় কহিল, ইনি এলিয়কে - 97