পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఏbr মথিলিখিত সুসমাচার । [২৭ অধ্যায় । ডাকিতেছেন । তখন তাহাদের মধ্যে এক জন শীঘ্ৰ দেী- ৪৮ ড়িয়া স্পঞ্জ লইয়। তাহাতে অমুরস ভরিয়। নলে লাগাইয়। র্তাহাকে পান করিতে দিল । অন্যেরা কহিল, থাক, এলিয় ৪৯ তাহাকে রক্ষা করিতে আইসেন কি না তাহ দেখি । পরে যীশু পুনর্বার উচ্চৈঃস্বরে ডাকিয় প্রাণত্যাগ করি- ৫ • লেন । তখন মন্দিরের বিচ্ছেদবস্ত্র উপরভাগ অবধি নামে ৫ ১ পৰ্যন্ত চিরিয়া দুই খান হইল, ও ভূমিকম্প হইল, এবং পৰ্ব্বত বিদীর্ণ হইল । এবং কবর খুলিয়া গেলে অনেক২ ৫২ পুণ্যবানের সুপ্ত দেহ উঠিল ; এবং কবরস্থানহইতে বহি- ৫৩ গর্ত হইয়া তাহার উত্থানের পর পুণ্যনগরে গিয়া অনেক লোককে দেখা দিল । পরে যীশুর প্রহরিকৰ্ম্মেনিযুক্ত যে ৫ ৪ শতসেনাপতি, এবং তাহার সঙ্গি সকল তাহারা এই ৰূপ ভূমিকম্পাদি ঘটনা দেখিয়া বড় ভীত হইয়। কহিল, সত্য ইনি ঈশ্বরের পুত্র। তখন মগ্‌দলীনী মরিয়ম এবং যাকুবের ও ঘোশির মাত। ৫৫ যে মরিয়ম্, এবং সিবদিয়ের পুত্রদের মাত প্রভৃতি যে অ-৫৬ নেক স্ত্রীলোক যীশুর সেবা করিতেই গালীলছইতে র্তাহার পশ্চাৎ আসিয়াছিল, তাহারা সকলে দূরে থাকিয় দেখিল । পরে সন্ধ্যাকাল উপস্থিত হইলে অরিমথিয় নগরের যুষ ৫৭ নামে এক ধনবান মনুষ্য যীশুর শিষ্য প্রযুক্ত পালাতের ৫৮ নিকটে গিয়। যীশুর দেহ যাজা করিল ; তাহাতে পালাত দেহ দিতে আজ্ঞা করিলে যুষফ সেই দেহ লইয়। শুচি বস্ত্রে ৫ ৯ জড়াইয়া আপনার নিমিত্তে যে নূতন কবর শৈলেতে খুদিয়াছিল, তাহার মধ্যে সেই দেহ রাখিয় তাহার দ্বারে এক ৬০ বৃহৎ প্রস্তর গড়াইয়া দিয়া স্বস্থানে প্রস্থান করিল। কিন্তু ৬১ মগ্‌দলীনী মরিয়ম ও অন্য মরিয়ম্ এই দুই স্ত্রী সেই স্থানে সেই কবরের সম্মখে বসিয়া থাকিল । 98