পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

%оо মথিলিখিত সুসমাচার। [২৮ অধ্যায়। গিয়া তাহার শিষ্যদিগকে এই সংবাদ দেও, তিনি কবরহইতে উঠিলেন, এবং তোমাদের অগ্ৰে গালীলেতে যাইবেন, তোমরা সে স্থানে তাহাকে দেখিতে পাইবা ; দেখ, আমি এই সংবাদ তোমাদিগকে দিলাম । তাহাতে তাহার। ভয়েতে ও মহানন্দেতে কবরস্থানহইতে শীঘ্ৰ বহির্গত হইয়। র্তাহার শিষ্যদিগকে সংবাদ দিতে দেড়িয়া গেল । কিন্তু শিষ্যদিগকে সংবাদ দিবার জন্যে যাইতেছে, ইতোমধ্যে যীশু তাহাদিগকে দর্শন দিয়৷ কহিলেন, তোমাদের কল্যাণ হউক ; তাহাতে তাহারা আসিয়া তাহার চরণে ধরিয়া প্রণাম করিল। তখন র্যীশু তাহাদিগকে কহিলেন, ভয় করিও না, তোমরা গিয়া অামার ভ্ৰাতৃদিগকে গালীলেতে যাইতে বল, সে স্থানে তাহার। আমার দর্শন পাইবে । অপর স্ত্রীলোকের। গমন করিতেছে, ইতোমধ্যে প্রহরিবর্গের কেহ২ নগরে গিয়া যাহ২ ঘটিয়াছে, সে সমস্ত বিবরণ প্রধান যাজকদিগকে জ্ঞাত করিল । তখন তাহারা প্রাচীনবর্গের সহিত সভা করিয়া মন্ত্রণ পূৰ্ব্বক ঐ সেনাগণকে যথেষ্ট মুদ্রা দিয়া কহিল, আমরা নিদ্রা গেলে তাহার শিষ্যগণ রাত্রিকালে আসিয় তাহাকে হরণ করিয়া লইয়া গেল, তোমরা এই কথা প্রচার কর । যদি এ কথা অধিপতির কর্ণগোচর হয়, তবে আমরা তাহাকে বুঝাইয় তোমাদিগকে রক্ষা করিব । তাহাতে তাহারা সেই মুদ্র লইয়া ঐ শিক্ষানুসারে কৰ্ম্ম করিল; যিহুদীয় লোকদের মধ্যে অদ্যাপি সেই কথার জনরব আছে । তখন একাদশ শিষ্য যীশুর নিৰূপিত গালীলের এক পৰ্ব্বতে গমন করিলে পর তাহারা সে স্থানে তাহার দর্শন পাইয়া প্রণাম করিল ; কিন্তু কেহ২ সন্দেহ করিল। 100 У о > X > R Nరి > 8 > (t > R) > *