পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৮ অধ্যায় ] মথিলিখিত সুসমাচার। ჯ oY. ১৮ তখন যীশু তাহদের নিকটে আসিয়া কছিলেন, স্বগের ও পৃথিবীর তাবৎ কর্তৃত্বের ভার অামাতে অৰ্পিত আছে । ১৯ অতএব তোমরা যাইয়া সৰ্ব্বদেশীয় লোকদিগকে শিষ্য ২ ০ করিয়া পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামেতে তাহাদিগকে বাপ্তাইজ কর ; এবং আমি তোমাদিগকে যে সকল আজ্ঞ দিয়াছি, তাহাও তাহাদিগকে পালন করিতে উপদেশ দেও ! দেখ, জগতের শেষ পৰ্য্যন্তই সৰ্ব্বদ। আমি তোমাদের সঙ্গে ২ অাছি । ইভি ৷ মার্কলিখিত সুসমাচার। -: ১ অধ্যায় । ১ বাপ্তাইজক যোহনের বিবরণ ৯ ও গ্রীষ্টের বাপ্তিস্ম ১২ ও তাঁহার পরীক্ষা ১৪ ও তাঁহার সুসমাচার প্রচার ১৬ ও শিমোন ও আলির ও অন্যদের প্রতি অঙ্গুনি ২১ ও এক ভূতগুস্তকে সুস্থ করণ ২৯ ও পিতরের শ্বশ্ৰকে সুস্থ করণ ৩২ ও অনেক লোককে সুস্থ করণ ও গোপনে প্রার্থনা করণ ৪০ ও এক কুঠিকে সুস্থ করণ। ঈশ্বরের পুত্র যীশু খ্রীষ্টের সুসমাচারের আরম্ভ । ২ ভবিষ্যদ্বক্তার গ্রন্থে এই মত লিপি আছে, “দেখ, আমি “ আপন দ্রুতকে তোমার অগ্রে প্রেরণ করিলে সে তোমার “ অগ্ৰে যাইয়া পথ প্রস্তুত করিবে”, এবং “প্রান্তরে এই “ বাক্যবাদি এক জনের রব ইহবে, পরমেশ্বরের পথ প্রস্তুত “ কর, ও র্তাহার রাজপথ সমান কর।” তদনুসারে যোহন প্রান্তরে বাস্তাইজ করিল, ও পাপমোচনার্থে মনঃপরিবর্তনের চিহ্নস্বৰূপ যে বাপ্তিস্ম, তাহার কথা প্রচার করিল । তাছাতে যিহুদা দেশীয় ও যিৰূশালম নিবাসি তাবৎ লোক বাহিরে তাহার নিকটে আসিয়া আপন২ পাপ 101.