পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

39 মার্কলিখিত সুসমাচার। ১িঅধ্যায় । স্বীকার পূর্বক তাহাদ্বারা যান নদীতে বাপ্তাইজিত হইল । এই যোহনের পরিচ্ছদ উষ্ট্রের লোমজাত, এবং তাহার ৬ কটিদেশে চৰ্ম্মপটুকী, আর তাহার খাদ্য পঙ্গপাল ও বনমধু। সে প্রচার করিয়া কহিল, আমি নত হইয়া যাহার ৭ পাদুকার বন্ধন খুলিতেও যোগ্য নহি, আমাহইতে গুরুতর এমন এক ব্যক্তি পশ্চাৎ অাসিতেছেন । আমি তোমা- ৮ দিগকে জলেতে বাপ্তাইজ করিলাম, কিন্তু তিনি পবিত্র আত্মাতে তোমাদিগকে বাপ্তাইজ করিবেন । অপর সেই সময়ে যীশু গালীল প্রদেশের নাসরৎ নগর- ৯ হইতে আসিয়া ঐ যোহনদ্বারা যদ্দন নদীতে বাপ্তাইজিত হইলেন । তিনি জলহইতে উঠিবামাত্র মেঘদ্বার মুক্ত ১৭ এবং আত্মাকে কপোতের ন্যায় আপনার উপরে নামিতে দেখিলেন। আর ‘তুমি আমার প্রিয় পুত্ৰ, তোমাতেই আ- ১১ মার পরম সন্তোষ, এমন এক অকাশবাণী হইল । পরে তৎক্ষণাৎ আত্মা তাহাকে প্রান্তরের মধ্যে লইয়। ১২ গেলে তিনি চল্লিশ দিন পর্যন্ত সে স্থানে বন্য পশুদের সঙ্গে ১৩ থাকিয়া শয়তানকর্তৃক পরীক্ষিত হইলেন ; পরে স্বৰ্গীয় দুতগণ আসিয়া তাহার সেবা করিতে লাগিল । অনন্তর যোহন কারাগারে বদ্ধ হইলে পর যীশু গলীল ১৪ প্রদেশে আসিয়া ঈশ্বরের রাজত্বের সুসমাচার প্রচার করিয়া কহিতে লাগিলেন, কাল সম্পূর্ণ হইল, ও ঈশ্বরের ১৫ রাজত্ব নিকট হইল; অতএব তোমরা মন ফিরাও এবং সুসমাচারে বিশ্বাস কর । পরে যীশু গালীলীয় সমুদ্রতীরে গমন করিতেই শিমোন ১ ও এবং আন্দ্রিয় নামক তাহার ভ্রাতা, এই দুই জন মৎস্যধারিকে সমুদ্রে জাল ফেলিতে দেখিয় তাহাদিগকে কহিলেন, তোমরা আমার পশ্চাৎ আইস, আমি তোমাদিগকে ১৭ 102