পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ অধ্যায় ।] মার্কলিখিত সুসমাচার। ృe N ১৮ মনুষ্যধারী করিব । তাহাতে তাহার তৎক্ষণাৎ জাল ১৯ পরিত্যাগ করিয়া তাহার পশ্চাদগামী হইল । পরে সেই স্থানহইতে কিঞ্চিৎ দূরে গমন করিলে পর তিনি সিবদিয়ের পুত্র যাকুকে ও তাহার ভ্রাতা যোহনকে নৌকাতে জাল ই ও সারিতে দেখিয়া তাহাদিগকে ডাকিলেন । তাহাতে তাহরাও আপনাদের পিতাকে বেতনজীবিদের সঙ্গে নৌকাতে ত্যাগ করিয়া তাহার পশ্চাদগামী হইল । ২১ অনন্তর কফর্নাভূম নামক নগরে উপস্থিত হইলে তিনি বিশ্রামবারে ভজনালয়ে প্রবেশ করিয়া উপদেশ দিলেন । ২২ এবং সকলে তাহার উপদেশে চমৎকৃত হইল, কারণ তিনি অধ্যাপকগণের ন্যায় উপদেশ না দিয়া ক্ষমতাপন্ন ব্যক্তির ২৩ ন্যায় দিলেন । আর ঐ ভজনালয়ে অপবিত্র ভূতগ্রস্ত এক ২৪ মনুষ্য ছিল ; সে চীৎকার শব্দ করিয়া কহিল, হে নাসরতীয় যীশু, আমাদিগকে থাকিতে দেও, তোমার সঙ্গে আমাদের সম্পর্ক কি ? তুমি কি আমাদিগকে নষ্ট করিতে আইলা ? ২৫ তুমি যে ঈশ্বরের পবিত্র লোক, তাহা আমি জানি । তখন যীশু তাহাকে ধম্‌কাইয়া কহিলেন, নীরব হও, এবং উহা২৬ হইতে বাহির হও । পরে সেই অপবিত্র ভূত তাহাকে মুচড়াইয়া অতি উচ্চৈঃস্বরে চীৎকার করিয়া বহির্গত হইল । ২৭ তাহাতে সকলে চমৎকৃত হইয় পরস্পর বিতর্ক করিয়া কহিল, আঃ এ কি ? এ কেমন নূতন উপদেশ ? ইনি ক্ষমতা দ্বারা অপবিত্র ভূতদিগকে আজ্ঞা করিলে তাহারাও র্তাহার ২৮ আজ্ঞাবহ হয়। তখন র্তাহার সুখ্যাতি শীঘ্ৰ গালীলের চতু র্দিকস্থ দেশ সমুদয়ে ব্যাপিল । ২৯ অপর তাহারা ভজনালয়হইতে বহির্গত হইবামাত্র যাকুব, ও যোহনের সহিত শিমোন ও আদিয়ের বাটীতে প্রবেশ نایب ৩• করিলেন । তখন পিতরের শ্বশ্র জ্বরেতে পীড়িত হইয়। 103