পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o8 মাকলিখিত সুসমাচার। [১ অধ্যায় । শয্যাগত অাছে, ইহা তাহার। র্তাহাকে শীঘ জানাইলে তিনি আসিয়া তাহার হস্ত গ্রহণ করিয়া উঠাইলেন । তা- ৩১ হাতে তৎক্ষণাৎ তাহার জ্বরত্যাগ হইল ; পরে সে তাহদের সেবা করিতে লাগিল । অনন্তর সূৰ্য্যাস্ত হইলে পর সন্ধ্যাকালে লোকেরা তা- ৩২ হার নিকটে সমস্ত ব্যাধিগ্রস্ত ও ভূতগ্রস্তকে আনিল, ও ৩৩ নগরস্থ তাবৎ লোক দ্বারেতে একত্র হইল । তাহাতে তিনি ৩৪ নানা প্রকার রোগবিশিষ্ট অনেকহ মনুষ্যকে সুস্থ করিলেন, এবং অনেক ভূতকে ছাড়াইলেন, ও ভূতদিগকে কোন কথা কহিতে নিষেধ করিলেন, যেহেতুক তাহার র্তাহাকে জানিল । অপর তিনি অতি প্রত্যুষে অর্থাৎ রা– ৩৫ ত্রির শেষে উঠিয়া বাহিরে গিয়া এক নিৰ্জ্জন স্থানে প্রস্থান করিয়া সে স্থানে প্রার্থনা করিলেন । পরে শিমোন ও ৩৬ তাহার সঙ্গির তাহার পশ্চাৎ গেল । এবং র্ত হার উদ্দেশ ৩৭ পাইলে পর তাহাকে কহিল, তাবৎ লোক তোমার অন্বেষণ করিতেছে । তাহাতে তিনি তাহাদিগকে কহিলেন, ৩৮ আইস, আমরা নিকটস্থ সকল নগরে যাই, কেননা আমি সে স্থানেও কথা প্রচার করিতে বাহিরে আইলাম । পরে ৩৯ তিনি তাহদের গালীল প্রদেশের তাবৎ ভজনালয়ে উপদেশ দিলেন, এবং ভূতগণকে ছাড়াইলেন । পরে এক কুষ্ঠা আসিয়া তাহার সম্মুখে হাটু পাতিয়া ৪ • বিনতি পূর্বক কহিল, যদি আপনকার ইচ্ছা হয়, তবে অামাকে পরিস্কৃত করিতে পারেন । তাহাতে যীশু সদয় ৪ ১ হইয় হস্ত বিস্তার পূর্বক তাহার অঙ্গ স্পর্শ করিয়া কহিলেন, আমার ইচ্ছা আছে, তুমি পরিষ্কৃত হও । এই কথা ৪২ কহিবামাত্র সে কুষ্ঠরোগহইতে মুক্ত হইয়। পরিস্কৃত ङ्झेल । তখন তিনি তাহাকে বিদায় করিয়া দৃঢ় আজ্ঞা দিয়া কহি- ৪৩ 104.