পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩ অধ্যায় ।] মার্কলিখিত সুসমাচার । 'రిపె ৭ হেরোদীয়দের সহিত এমন কুমন্ত্রণা করিতে লাগিল । অতএব যীশু সে স্থান পরিত্যাগ করিয়া শিষ্যদের সহিত সাগ৮ রের নিকটে গমন করিলেন ; তাহাতে গালীল ও বিহুদী ও যিৰূশালম্ এবং ইদোম্ ও যদ্দন নদীর ওপারস্থ দেশ, এই সকল স্থানহইতে লোকসমূহ তাহার পশ্চাৎ গমন করিল ; তদ্ভিন্ন সোর ও সীদোনের নিকটবর্তি সমূহলোক তাহার ৯ মহাকৰ্ম্মের সংবাদ শুনিয়া তাহার নিকটে আইল । তখন লোকসমূহ তাহাকে ঠেসিয়া না ধরে, এই নিমিত্তে তিনি একখান নীেক নিকটে প্রস্তুত রাখিতে শিষ্যদিগকে আজ্ঞা ১ • করিলেন । কেননা অনেক মনুষ্যকে সুস্থ করাতে ব্যাধিগ্রস্ত সকলে তাহাকে স্পর্শ করিবার জন্যে ঠেলাঠেলি করিতে১১ ছিল । অপর অপবিত্র ভূতেরা তাহাকে দেখিয় তাহার ১২ চরণে পড়িয়া উচ্চৈঃস্বরে কহিল, তুমি ঈশ্বরের পুত্র ; কিন্তু তিনি তাহাদিগকে দৃঢ় আজ্ঞা দিয়া পরিচয় দিতে নিষেধ করিলেন । ১৩ পরে তিনি পৰ্ব্বতারোহণ করিয়া যাহাকে২ ইচ্ছা, তাহকে২ ডাকিলেন ; তাহাতে তাহারা তাহার নিকট আইল । ১৪ পরে তিনি শিমোন, এবং সিবদিয়ের পুত্র যাকুব ও তাহার ১৫ ভ্রাতা যোহন, এবং আন্দ্রিয় ও ফিলিপ ও বর্থলময় ও মথি ১৬ ও থোমা, এবং আলফেয়ের পুত্র যাকুব, ও থদেয় ও কিনা১৭ নীয় শিমোন, এবং তাহাকে পরহস্তগত করিল যে ঈস্করিয়ো১৮ তীয় যিহুদা, এই দ্বাদশ জনকে আপন সঙ্গে থাকিতে, ও সুসমাচার প্রচার করিবার জন্যে প্রেরিত হইতে, এবং সৰ্ব্ব প্রকার ব্যাধি শান্তি করিবার ক্ষমতা পাইতে, ও ভূত ছাড়া১৯ ইতে নিযুক্ত করিলেন । বিশেষতঃ শিমোনকে পিতর (প্রস্তর) এই এক উপনাম দিলেন, এবং যাকুব ও যোহনকে বিনে রেগশ, অর্থাৎ মেঘনাদের পুত্র, এই উপাধি দিলেন । 109 -