পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3. মথিলিখিত সুসমাচার। [১ অধ্যায়। পুত্র সিরুব্বাবিল এবং সিরুব্বাবিলের পুত্ৰ অবীভূদ্র ও ১৩ অবীজুদের পুত্র ইলিয়াকীম ও ইলিয়াকীমের পুত্র অসোর। এবং অসোরের পুত্র সাদোক্‌ ; ও সাদোকের পুত্র আখীম্‌ : ১৪ ও আর্থীমের পুত্র ইলীছ । এবং ইলীদের পুত্র ইলী- ১৫ য়াসর ; ও ইলীয়াসরের পুত্ৰ মত্তন ; ও মত্তনের পুত্ৰ যাকু এবং যাকুবের পুত্ৰ মরিয়মের স্বামী যুষ ; এই ১৬ মরিয়মের গৰ্বে যীশু জন্মিলেন, র্যাহাকে খ্ৰীষ্ট (অর্থাৎ অভিষিক্ত)বলে। এই ৰূপে ইব্রাহীম্‌ অবধি দায়ুদ পর্যন্ত সৰ্ব্ব- ১৭ শুদ্ধ চোঁদ পুরুষ ; ও দায়ুদ অবধি বাবিলে নীত হওন পর্যন্ত চোঁদ পুরুষ; এবং বাবিলে নীত হওন অবধি খ্ৰীষ্ট পৰ্য্যন্ত চৌদি পুরুষ । যীশু খ্ৰীষ্টের জন্মের বৃত্তান্ত । তাহার মাতা মরিয়ম্ নামী ১৮ কন্যা যুষফের প্রতি বাগদত্ত হইলে তাহদের সঙ্গ হওনের পূৰ্ব্বে ঐ কন্যা পবিত্র আত্মাদ্ধারা গৰ্ববতী হইল । ইহাতে ১৯ তাহার স্বামী যুষ সজ্জন প্রযুক্ত তাহার কলঙ্ক প্রকাশ করিতে অনিচ্ছুক হইয় তাহাকে গোপন ৰূপে পরিত্যাগ করিতে মনস্থ করিল । সে এমত ভাবিতেছিল, ইতিমধ্যে ২ • পরমেশ্বরের দূত স্বপ্নযোগে তাহাকে দর্শন দিয়া কহিল, হে দায়ুদের সন্তান যুষ তুমি আপন স্ত্রী মরিয়মকে গ্রহণ করিতে ভয় করিও না; কেননা পবিত্র আত্মাদ্ধারা তাহার গৰ্ব হইল। সে পুত্র প্রসব করিবে; এবং তুমি তাহার নাম যীশু ২১ (ত্রাণকৰ্ত্তী) রাখিবা, কারণ তিনি আপন লোকদিগকে তাহদের পাপহইতে ত্ৰাণ করিবেন । এই ৰূপ হওয়াতে “ দেখ, ২২ “এক কন্যা গৰ্ববতী হইয়া পুত্র প্রসব করিবে, ও তাহার “ নাম ইম্মানুয়েল অর্থাৎ আমাদের সহিত ঈশ্বর হইবে,” পূর্বে ভবিষ্যদ্বক্তাদ্বার ঈশ্বর এই যে কথা কহিয়াছিলেন, ২৩ তাহ সিদ্ধ হইল । পরে ঘুষ নিদ্রাহইতে উঠিয়া পরমে- ২৪ 2