পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪ অধ্যায় ।] মার্কলিখিত সুসমাচার। So? ৩৩ তখন তিনি তাহাদিগকে উত্তর করিলেন, অামার মাতা কে ? ৩৪ আর আমার ভ্রাতৃগণ বা কে ? পরে তিনি আপনার নিকটে উপবিষ্ট শিষ্যদের প্রতি অবলোকন করিয়া কহিলেন, এই ৩৫ দেখ আমার মাতা ও ভ্রাতৃগণ । যে কেহ ঈশ্বরের ইষ্ট ক্রিয়া করে, সেই আমার ভ্রাতা ও ভগিনী ও মাত । ৪ অধ্যায় । ১ বীজবাপকের দৃষ্টান্ত ১০ ও তাহার তাৎপৰ্য্য ২১ ও প্রদীপের দৃষ্টান্ত ২৪ ও সাবধান হওনের বিষয় ২১ ও বীজ বৃদ্ধি পাওনের দৃষ্টান্ত ৩• ও সর্ষপের দৃষ্টান্ত ৩৩ ও অন্যান্য দৃষ্টান্তকথা ৩৫ ও ধমকদ্বার সমুদ্রকে নিথর করণ । ১ অনন্তর তিনি সমুদ্রের তীরে পুনর্বার উপদেশ দিতে লাগিলেন ; তাহাতে সে স্থানে তাহার নিকটে অত্যন্ত জনতা উপস্থিত হওয়াতে তিনি এক নৌকায় আরোহণ করিয়। সমুদ্রের উপরে বসিলেন, এবং তাবৎ লোক সমু২ দ্রের তীরে শুষ্ক স্থলে থাকিল । তখন তিনি দৃষ্টান্ত কথাদ্বারা অনেক উপদেশ দিলেন ; এবং উপদেশ দিয়া কহি৩ লেন, অবধান কর; এক জন বীজবাপক বীজবপন করিতে ৪ গেলে, বপনের সময়ে কতক বীজ পথের পাশ্বে পড়িল, তাহাতে আকাশের পক্ষিগণ আসিয় তাহ খুটিয়া খাইল । ৫ আর কতক বীজ অল্প মৃত্তিকাযুক্ত পাষাণস্থলে পড়িল ; তাহাতে তাহ অল্প স্মৃত্তিক প্রযুক্ত শীঘ্র অঙ্কুরিত হইয়া ৬ উঠিল বটে, কিন্তু সূর্য্যোদয় হইলে দগ্ধ হইল, এবং তাহার ৭ মূল না বসাতে শুষ্ক হইয়া গেল । আর কতক বীজ কণ্টকবনের মধ্যে পড়িল, তাহাতে কণ্টক সকল বাড়িয় তাহ ৮ গ্রাসিয়া রাখিল, এবং তাহার ফল ধরিল না । আর কতক বীজ উর্বর ভূমিতে পড়িল, ও বাড়িয়া উঠিয়া ফল উৎ পন্ন করিল ; এবং কতক ত্রিশ গুণ, ও কতক ষষ্টি গুণ, ও 1 11 -