পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ অধ্যায় ।] মার্কলিখিত সুসমাচার । ら)念 ১ পরে তাহারা সমুদের পারে গিয়া গিদেরীয় দেশে উপস্থি২ ত হইল । নৌকাহইতে নির্গত হইবামাত্র অপবিত্র ভূতগ্ৰস্ত এক জন কবরস্থানহইতে আসিয় তাহর সহিত সাক্ষা ৩ করিল । সে কবরমধ্যে বাস করিত, কেহ তাহাকে শৃঙ্খ৪ লেতেও বাধিয়া রাখিতে পারিত না । তাহাকে বার২ বেড়ি ও শৃঙ্খল দিয়া বন্ধন করিলেও সে শৃঙ্খল টানিয়া খুলিয়া ফেলিত; এবং বেড়ি ভাঙ্গিয় খণ্ড বিখণ্ড করিত ; কেহ ৫ তাহাকে বশীভূত করিতে পারিত না । আর দিবারাত্রি সৰ্ব্বদা পৰ্ব্বতে ও কবরে বাস করিয়া চীৎকার শব্দ করিত, ৬ এবং প্রস্তর দিয়া আপনাকে আপনি কাটিত । সে যীশুকে দেখিবণমাত্র দৌড়িয়া আসিয়। র্তাহাকে প্রণাম ৭ করিল । এবং উচ্চৈঃস্বরে চেচাইয়া কহিল, হে সৰ্ব্বোপরিস্থ ঈশ্বরের পুত্র যীশু, তোমার সহিত আমার সম্পর্ক কি ? আমি তোমাকে ঈশ্বরের দিব্য দিতেছি, আমাকে ৮ যন্ত্রণা দিও না । কেননা যীশু তাহাকে কহিয়াছিলেন, অরে ৯ অপবিত্র ভূত, এই মনুষ্যহইতে বহির্গত হও । পরে তিনি তাহাকে জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি ? তাহাতে সে উত্তর করিল, আমরা অনেকে আছি, এই জন্যে আ|১০ মার নাম বাহিনী । পরে তিনি যেন দেশহইতে তাহাদিগকে পাঠাইয়। না দেন, র্তাহার কাছে এই প্রার্থনা ক১১ রিল । ঐ সময়ে পৰ্ব্বতের পাশ্বে শূকরের এক বৃহৎ পাল ১২ চরিতেছিল ; তাহাতে ভূতেরা বিনতি করিয়া কহিল, હો শূকরপালে আশ্রয় লইতে আমাদিগকে প্রেরণ কর । যীশু ১৩ অনুমতি দিলে পর সেই অপবিত্র ভূতের বহির্গত হইয়। শূকরদিগের আশ্রয় লইল ; তাহাতে শূকরপাল (অর্থাৎ ব্যুনাধিক প্রায় দুই সহস্র শূকর) গড়ান স্থান দিয়া মহাবেগেতে দৌড়িয়া সমুদ্রতে পড়িয়া প্রাণত্যাগ করিল ৷ | 15