পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মার্কলিখিত সুসমাচার। [৫ অধ্যায়। לא לל তাহাতে শূকর পালকেরা পলাইয়া নগরে ও পল্লীগ্রামে ১৪ গিয়া ঐ সমস্ত বৃত্তান্ত কহিল; তখন যাহা ঘটিয়াছিল, তাহ দেখিতে লোকের বাহিরে গেল, এবং যীশুর নিকটে ১৫ আসিয়া সেই ভূতগ্রস্ত অর্থাৎ বাহিনী ভূতগ্রস্ত ব্যক্তিকে উপবিষ্ট ও বস্ত্রান্বিত ও সচেতন দেখিয়া ভীত হইল। আর ১৬ দর্শনকারি লোকদের প্রমুখাৎ ঐ ভূতগ্রস্ত মনুষ্যের ও শূকর পালের ঘটনার কথা শুনিয়া আপনাদের সীমাহইতে প্র- ১৭ স্থান করিতে যীশুকে বিনতি করিতে লাগিল। পরে তাহার ১৮ নেকারোহণ সময়ে ঐ ভূতহইতে মুক্ত ব্যক্তি যীশুর সঙ্গে থাকিতে প্রার্থনা করিল ; কিন্তু যীশু তাহাকে অনুমতি ন৷ ১৯ দিয়া কহিলেন, তুমি আপন অন্তরঙ্গের নিকটে গৃহে যাও, এবং পরমেশ্বর তোমার প্রতি দয়া করিয়া যে২ মহাকৰ্ম্ম করিয়াছেন, তাহ তাহাদিগকে জ্ঞাত কর । অতএব সে ২ • প্রস্থান করিয়া দিকপলি দেশেতে যীশুর কৃত ঐ সকল আশচৰ্য্য কৰ্ম্ম প্রচার করিতে লাগিল; তাহাতে সকলেই আশ্চৰ্য্য জ্ঞান করিল। তনন্তর যীশু নৌকাযোগে পুনৰ্ব্বার অন্য পারে উত্তীর্ণ ২১ হইলে পর সমুদ্র তটে থাকন সময়ে তাহার নিকটে বিস্তর লোকের সমাগম হইল। আর যায়ীর নামে ভজনালয়ের ২২ এক অধ্যক্ষ আসিয় তাহাকে দেখিব মাত্র চরণে পড়িয়৷ অনেক নিবেদন করিয়া কহিল, আমার বালিকা কন্য। মৃত- ২৩ প্রায় হইয়াছে, অতএব আপনি আসিয়া সুস্থ করণার্থে তাহার গাত্রে হস্তাপণ করুন; তাহাতে সে বাচিবে । তখন ২৪ যীশু তাহার সঙ্গে চলিলেন ; কিন্তু তাহার পশ্চাৎ অনেক লোক চলিয়। র্ত হাকে চাপিয়া ধরিল ৷ সেই সময়ে বারো বৎসর প্রদর রোগেতে শীর্ণ এবং ২৫ নান। চিকিৎসকের নিকটে অনেক২ দুখভোগ ও সর্বস্ব ২৬ I 16