পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ অধ্যায় ।] মার্কলিখিত সুসমাচার। - る文○ সকলে বিদায় হইলে তিনি প্রার্থনা করণর্থে এক পৰ্ব্বতে ৪৭ গেলেন । পরে সন্ধ্যাকাল উপস্থিত হইলে নৌকা সমুদ্রের ৪৮ মধ্যে ছিল, কিন্তু তিনি স্থলেতে একাকী থাকিলেন । পরে সম্মুখ বাতাস হওয়াতে শিষ্যেরা নৌকা বাহিতেই পরিশ্রান্ত হইতেছে, ইহা দেখিয় তিনি চতুর্থ প্রহর রাত্রিতে সমুদ্রের উপর দিয়া পদব্রজে তাহদের নিকটে আসিয়া ৪৯ তাহীদের অগ্ৰে যাইতে উদ্যত হইলেন । কিন্তু শিষ্যেরা র্তাহাকে সমুদ্রের উপরে হটিতে দেখিয়া ভূত অনুমান ৫ • করিয়া চেচাইতে লাগিল ; কারণ সকলে তাহাকে দেখিয়৷ র্যাকুল হইয়াছিল ; অতএব যীশু তৎক্ষণাৎ তাহাদিগকে ডাকিয়া কহিলেন, সুস্থির হও, এই আমি ; ভয় করিও না । ৫১ পরে তিনি নেীকারোহণ করিয়। তাছাদের নিকটে গেলে বাতাস নিবৃত্ত হইল; তাহাতে তাহারা মনে২ অত্যন্ত বিস্মিত ৫২ হইয়া আশ্চৰ্য্য জ্ঞান করিল । কেননা তাহার কঠিন মনঃ প্রযুক্ত সেই রুট বিষয়ক আশ্চৰ্য্য কৰ্ম্ম বিবেচনা করে নাই । ৫৩ পরে তাহার। পার হইয়া গিনেষরৎ নামক প্রদেশে অ৷৫ ৪ সিয়। তটে উপস্থিত হইল । আর নীেকাহইতে বহির্গত হইলে তদেশীয় লোকের তাহার পরিচয় পাইয়৷ সেই ৫৫ দেশের চতুর্দিকে দৌড়িয় যে স্থানে যত পীড়িত লোক ছিল, তাবৎকে খট্টার উপর করিয়া যে কোন স্থানে তাহার সংবাদ পাইল, সেই স্থানে আনিতে লাগিল । ৫৬ এবং যে২ গ্রামে ও যে২ নগরে ও যে২ পল্লীতে তিনি প্রবেশ করিবেন, তাহার পথিমধ্যে পীড়িতদিগকে রাখিল ; এবং তাহার। তাহার বস্ত্রের থোপমাত্র স্পর্শ করিতে বিনতি করিলে যত লোক স্পর্শ করিল, সকলেই সুস্থ হইল । 123