পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$3.8 মার্কলিখিত সুসমাচার। [৭ অধ্যায় । ৭ অধ্যায়। ১ অধৌত হস্তে ভোজনের বিষয় ১৪ ও মনুষ্যকে অশুচি করণের কারণ নির্ণয় ২৪ ও সুরফৈনিকীয় কন্যাকে সুস্থ করণ ৩১ ও বধির ও তোংল মনুষ্যকে সুস্থ করণ । অনন্তর যিৰূশালমহইতে আগত ফিৰশিগণ ও কএক জন ১ অধ্যাপক যীশুর নিকটে গমন করিল ; তাহারা তাহার ২ কতক শিষ্যকে অপবিত্র হস্তে অর্থাৎ অধেীত হস্তে ভোজন করিতে দেখিয় তাহাদিগকে দোষী করিল । কারণ ফিন্ধশি ৩ ও তাবৎ যিহুদীয়ের প্রাচীনবৰ্গের পরম্পরাগত ব্যবহার মানিয়া হস্ত সুপ্রক্ষালন না করিয়া ভোজন করে না । এবং ৪ বাজারহইতে আসিয়া সুনি না করিয়া খায় না ; এবং জলপাত্র ও ভোজনপত্র ও পিত্তলপাত্র ও আসন ধেীত করা তাহদের ব্যবহার অাছে । ঐ ফিৰশিরা ও অধ্যাপ- ৫ কেরা যীশুকে জিজ্ঞাসিল, তোমার শিষ্যের প্রাচীনবগের পরম্পরাগত ব্যবহারানুসারে আচরণ না করিয়া অধেীত হস্তে ভোজন করিতেছে কেন ? তাহাতে তিনি উত্তর করি- ৬ লেন, কপটি যে তোমরা, তোমাদের বিষয়ে যিশয়িয় এই ভবিষ্যদ্বাক্য বিলক্ষণ কহিয়াছেন, “ এই লোকেরা অগপ“ নাদের ওষ্ঠাধরেতে আমাকে সম্মান করিয়া থাকে, কিন্তু “তাহদের অন্তঃকরণ আমাহইতে দূরে থাকে । অতএব ৭ “ মনুষ্যদের নিৰূপিত বিধি আজ্ঞাজ্ঞানে শিক্ষা দিয়া “তাহারা আমাকে বৃথা ভজন করে ।” তোমরা ভোজ- ৮ নপাত্র জলপাত্ৰাদি ধৌত করিয়া মনুষ্য পরম্পরাগত ব্যবহার রক্ষা করিতেছ, কিন্তু ঈশ্বরের আজ্ঞা নিরর্থক করিতেছ, আর এমন অনেক ২ ক্রিয়াও করিয়া থাক । তাহাদিগকে আরও কহিলেন, তোমরা আপন পরম্পরাগত ৯ ব্যবহার রক্ষার নিমিত্তে বিলক্ষণৰূপে ঈশ্বরের আজ্ঞা লোপ করিতেছ; কেনন। মূসাদ্বারা উক্ত আছে, “ তুমি আপন ১ 124