পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩২ মার্কলিখিত সুসমাচার। [১ অধ্যায়। পাইল না । তদনন্তর পর্বতহইতে নামিবার সময়ে তিনি তাহাদিগকে এই দৃঢ় আজ্ঞা দিয়া কছিলেন, যাবৎ কবরহইতে মনুষ্যপুত্রের উত্থান না হয়, তাবৎ এই দর্শনের বৃত্তান্ত কাহাকেও কহিও না । তাহাতে তাহারা আপনাদের মধ্যে এই বিষয় গুপ্ত রাখিয়া কবরহইতে উত্থান করণের సి > o. মৰ্ম্ম কি, এই কথার অন্দোলন করিতে লাগিল । পরে তা- ১১ হারা যীশুকে জিজ্ঞাসা করিল, প্রথমে এলিয়ের আগমন হইবে, অধ্যাপকের। তবে এই কথা কেন বলে ? তখন তিনি ১২ উত্তর করিলেন, এলিয় প্রথমে আসিয়া সকল বিষয়ের সাধন করিবে, এই কথা সত্যই বটে ; কিন্তু মনুষ্যপুত্রের বিষয়ে যেমত লিপি আছে, তদনুসারে তিনি অনেক২ দুঃখ পাইয়। অবজ্ঞাত হইবেন । এবং আমি তোমাদিগকে কহিতেছি, এলিয়ের বিষয়ে যে ৰূপ লিপি আছে, তদনুসারে সে আসিয়া গিয়াছে, এবং লোকেরা তাহার প্রতি আপনাদের ইচ্ছানুসারে ব্যবহার করিয়াছে । অনন্তর তিনি শিষ্যগণের নিকটে আসিয় তাহদের চতুষ্পাশ্বে অনেক লোককে এবং অধ্যাপকদিগকে তাহাদের সহিত বাদানুবাদ করিতে দেখিলেন ; কিন্তু লোক সকল তাহাকে দেখিবামাত্র চমৎকৃত হইয়। র্তাহার নিকটে দেড়িয়া গিয় তাহাকে নমস্কার করিল । তখন তিনি অধ্যাপকদিগকে জিজ্ঞাসা করিলেন, তোমরা ইহাদের সঙ্গে কিসের বাদানুবাদ করিতেছ ? তাহাতে লোকদের মধ্যে এক জন উত্তর করিল, হে গুরো, আমার একটি গুঙ্গা ভূতগ্রস্ত পুত্রকে আপনকার নিকটে আনিলাম। ঐ ভূত যে২ স্থানে আক্রমণ করে, সেই স্থানে তাহাকে মুচড়াইয় ফেলে; আর তাহার মুখে ফেণী উঠে, সে দন্তঘর্ষণ করে ও ক্ষীণ হইয়া যায় ; অতএব সেই ভূত ছাড়াইবার জন্যে আপন 132 > \9 X 8 X (t X V, S q > ケ