পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯ অধ্যায় ।] মার্কলিখিত সুসমাচার । ১৩৩ কার শিষ্যদের নিকটে মিবেদন করিলাম, কিন্তু তাহার ১৯ পারিল না । তখন তিনি উত্তর করিলেন, আরে অবিশ্বাসি বংশ, আর কত কাল তোমাদের নিকটে থাকিব ? অার কত কাল তোমাদের ভার সহা করিব ? তাহাকে অামার ২ - নিকটে অান । তাহাতে র্তাহার নিকটে তাহাকে আনিল, কিন্তু সেই ভূত র্তাহাকে দেখিবামাত্র বালককে এমনই মুচড়াইয়া ধরিল, যে সে ভূমিতে পড়িয়া ফেণী ভাঙ্গিয়৷ ২১ ছট্‌ফট্‌ করিতে লাগিল । তখন তিনি তাহার পিতাকে জিজ্ঞাসা করিলেন, ইহার এমত কত দিন হইয়াছে ? ২২ তাহাতে সে কহিল, বাল্যকালাবধি ৷ ঐ ভূত ইহাকে নষ্ট করিবার নিমিত্তে অনেক বীর অগ্নিতে ও জলেতে ফেলিয়াছে ; এখন আপনি যদি কিছু করিতে পারেন, ২৩ তবে অামাদের প্রতি সদয় হইয়া উপকার করুন। যীশু তাহাকে কহিলেন, যদি প্রত্যয় করিতে পার, তবে প্র২৪ ত্যয়ি জনের কাছে সকলই সাধ্য । তাহাতে তৎক্ষণাৎ ঐ বালকের পিতা উচ্চৈঃস্বরে কাদিতেই কহিল, হে প্রভো, প্রত্যয় করি, অামার অপ্রত্যয়ের প্রতিকার ২৫ করুন। পরে যীশু লোকসমূহকে দেীড়িয়া অভ্যাসিতে দেখিয়া ঐ অপবিত্র ভূতকে ধম্‌কাইয়া কহিলেন, হে বধির গুঙ্গা ভূত, ইহাহইতে বহির্গত হও, আর কখনও ইহাতে আশ্রয় করিও না, আমি তোমাকে এই আজ্ঞা ২৬ দি। তখন সে ভূত চীৎকারশব্দ করিয়া তাহাকে মুচড়াইয়া বহির্গত হইল ; তাহাতে বালক এমন মৃতবৎ হইয়। ২৭ পড়িল, যে মরিয়া গেল, অনেকে এমন কহিল । কিন্তু যীশু তাহার হস্ত ধরিয়া তাহাকে উঠাইলে সে উঠিল । ২৮ পরে যীশু গৃহে প্রবেশ করিলে পর শিষ্যেরা গোপনে তাহাকে জিজ্ঞাসা করিল, আমরা কেন সেই ভূতকে 133