পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০ অধ্যায় ।] মাকলিখিত সুসমাচার। ృనివె ৩১ এমন ব্যক্তি কেহই নাই । কিন্তু অগ্রের অনেক লোক পশ্চাৎ, ও পাশ্চাতের অনেক লোক অগ্ৰে পড়িবে । ৩২ অনন্তর তাহদের যিৰূশালমে যাওন কালে যীশু তাহীদের অগ্রগামী হইলেন ; তাহাতে তাহারা আশ্চৰ্য্য জ্ঞান করিল, ও পশ্চাদগামী হইয়া ভীত হইল । তখন তিনি পুনর্বার দ্বাদশ শিষ্যকে লইয়া আপনার যে২ ঘটিবে, ৩৩ তাহা তাহাদিগকে কহিতে লাগিলেন, দেখ, আমরা যিৰূশালম্ নগরে যাইতেছি, তাহাতে মনুষ্যপুত্র প্রধান যাজক ও অধ্যাপকগণের হস্তে সমৰ্পিত হইবেন ; এবং তাহার। র্তাহার প্রাণদণ্ডাজ্ঞা দিয়া অন্যদেশীয়দের হস্তে র্তাহাকে ৩৪ সমর্পণ করিবে । এবং তাহার। তাহাকে পরিহাস ও কোড়া প্রহার করিয়া তাহার গাত্রে খুখু দিয়া বধ করিবে; পরে তিনি তৃতীয় দিবসে কবরহইতে উঠিবেন । ৩৫ পরে সিবদিয়ের পুত্র যাকুব ও যোহন্‌ ৰ্তাহার নিকটে আসিয়া কহিল, হে গুরো, আপনি আমাদের মনোবাঞ্ছা ৩৬ পূর্ণ করুন, আমরা এই প্রার্থনা করি । তাহাতে তিনি কহিলেন, তোমরা কি চাহ ? তোমাদের নিমিত্তে আt৩৭ মাকে কি করিতে হইবে ? তখন তাহারা কহিল, আমাদের এক জনকে আপনকার দক্ষিণ পাশ্বে ও দ্বিতীয় জনকে বাম পাশ্বে আপন ঐশ্বৰ্য্যপদে বসিতে আজ্ঞা ৩৮ করুন । কিন্তু যীশু উত্তর করিলেন, তোমরা যাহা প্রাখনা করিতেছ, তাহা বুঝ না ; আমি যে পাত্রে পান করিব, তাহাতে কি তোমরা পান করিতে পারিব ? এবং আমি যে প্রকার বাপ্তিস্মেতে বাপ্তাইজিত হইব, তাহাতে কি তোমরা বাপ্তাইজিত হইতে পারিব ? তাহার। ৩৯ বলিল, পারিব । তখন যীশু কহিলেন, আমি যে পাত্রে পান করিব, তাহাতে অবশ্য তোমরাও পান করিবা, 139