পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১ অধ্যায় ।] মাকলিখিত সুসমাচার। Y 32 আনিতে আজ্ঞা করিলেন ; তাহাতে লোকের ঐ অন্ধকে ডাকিয়া বলিল, ওহে, সুস্থির হও, উঠ, তিনি তোমা ৫ - কে ডাকিতেছেন । তখন সে উত্তরীয় বস্ত্র ফেলিয়া উ ৫১ ঠিয়া যীশুর নিকটে গেল । তাহাতে যীশু তাহাকে কহিলেন, তুমি কি চাহ ? তোমার নিমিত্তে আমি কি করিব ? তখন সে অন্ধ তাহাকে কহিল, হে গুরো, আমি ৫২ ষেন দেখিতে পাই । তাহাতে যীশু তাহাকে কছিলেন, চলিয়া যাও, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল ; তাহাতে সে তৎক্ষণাৎ দেখিতে পাইয়া পথ দিয়া যীশুর পশ্চাৎ গমন করিল ৷ ১১ অধ্যায় । ১ বিরুশালম নগরে খ্রীষ্টের গমন ১২ ও ডুমুর বৃক্ষকে শাপ দেওন ১৫ ও মন্দিরহইতে বণিকদিগকে বহিষ্কৃত করণ ২০ ও প্রত্যয়ের প্রবলভার কথন ২৭ ও প্রধান যাজক প্রভূতিকে নিরুত্তর করণ। ১ অনন্তর তাহারা যিৰূশালমের নিকটে অর্থাৎ জৈতুন নামক পৰ্ব্বতের পার্শ্বস্থ বৈৎফগী ও বৈথনিয়া গ্রামে উপস্থিত হইলে পর তিনি দুই শিষ্যকে ইহা কহিয়া পাঠাই২ লেন, তোমরা ঐ সম্মুখস্থ গ্রামে যাও ; তথায় প্রবেশ করিবণমাত্র যাহাতে কোন মনুষ্য কখনো আরোহণ করে নাই, এমন এক গর্দভশাবককে বান্ধা দেখিতে পাইবা, ৩ তাহাকে খুলিয়া আন । কিন্তু তোমরা এ কৰ্ম্ম কেন করিতেছ ? এমন কথা কেহ যদি বলে, তবে ইহাতে প্রভুর প্রয়োজন আছে, এ কথা কহিলে সে ব্যক্তি তাহ শীঘ ৪ এখানে পাঠাইয়া দিবে। তাহাতে তাহারা গিয়া দ্বিমস্তক পথে কোন দ্বারের পাশ্বে সেই গর্দভশাবককে পাইয়। ৫ তাহাকে খুলিতে লাগিল । তাহাতে সে স্থানে উপস্থিত 141