পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ অধ্যায়।] মার্কলিখিত সুসমাচার। ') 3(? ১ পরে যীশু দৃষ্টান্তদ্বারা তাহাদিগকে কহিতে লাগিলেন, কোন এক ব্যক্তি ক্ষেত্রে দ্রাক্ষালতা রোপণ করিয়। তাহার চতুর্দিগে বেড়া দিয়া তাহার মধ্যে দ্রাক্ষা পেষণার্থে কুও খনন করিলেন, এবং তাহার উচ্চ গৃহও নিৰ্ম্মাণ করিলেন ; পরে সেই ক্ষেত্র কৃষকদের হস্তে সমর্পণ করিয়া দূর দেশে ২ গমন করিলেন । অনন্তর উপযুক্ত সময়ে কৃষকগণহইতে দ্রীক্ষণক্ষেত্রের ফল পাইবার নিমিত্তে তাহদের নিকটে ৩ এক দাসকে পাঠাইলেন ; কিন্তু কৃষকেরা তাহাকে ধরিয়া ৪ প্রহার করিয়া রিক্ত হস্তে বিদায় করিল । পরে তিনি পুনৰ্ব্বার আর এক দাসকে পাঠাইলেন ; কিন্তু তাহার প্রস্তরাঘাতে তাহার মস্তক ভাঙ্গিয়া অপমান করিয়া তা৫ হাকে বিদায় করিল । পরে তিনি আর এক জনকে পাঠাইলেও তাহারা তাহাকে বধ করিল ; এবং আর২ অনেকের কাহকে প্রহার ও কাহাকে বা সংহার করিল ৷ ৬ অনন্তর আমার পুত্র গেলে তাহারা অবশ্য র্তাহাকে সমাদর করিবে, ইহা ভাবিয়া তিনি অবশেষে আপনার প্রিয় যে অদ্বিতীয় পুত্র ছিলেন, র্তাহাকে তাহাদের নি৭ কটে পাঠাইলেন । কিন্তু কৃষকের পরস্পর এই মন্ত্রণ করিতে লাগিল, এই উত্তরাধিকারী, আইস, আমরা ইহাকে বধ করি, তাহাতে অধিকার আমাদের হইবে । ৮ পরে তাহার। র্ত হাকে ধরিয়া বধ করিয়া দ্রাক্ষাক্ষেত্রের ৯ বাহিরে ফেলিয়া দিল । ইহাতে সেই দ্রাক্ষাক্ষেত্রের কর্তা কি করিবেন ? তিনি আসিয়া ঐ কৃষকদিগকে সংহার ১ • করিয়া অন্যদের হস্তে ঐ ক্ষেত্র সমর্পণ করিবেন । অণর “গাথকেরা যে প্রস্তর অগ্রাহা করিয়াছে, তাহা কোণের ১১ “প্রধান প্রস্তর হইয়া উঠিল ; এই যে পরমেশ্বরের কৰ্ম্ম, “সে আমাদের দৃষ্টিতে অদ্ভুত,” এই শাস্ত্রীয় লিপি কি 1 4.5