পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

穹8心 মার্কলিখিত সুসমাচার। [১২ অধ্যায়। তোমরা পাঠ কর নাই ? তখন তিনি আমাদের উদেশে ১২ ঐ দৃষ্টান্ত কথা কহিলেন, তাহারা ইহা বুঝিয় তাহাকে ধরিতে চেষ্টা করিল, কিন্তু লোকদিগকে ভয় করিল; পরে তাহারা তাহাকে পরিত্যাগ করিয়া চলিয়া গেল । অপর তাহারা তাহার কথার ছিদ্র ধরিবার নিমিত্তে ১৩ কএক জন ফিৰূশি ও হেরোদীয় লোককে র্তাহার নিকটে পাঠাইল । তাহারা আসিয়া তাহাকে কহিল, হে গুরো, ১৪ আপনি সত্যবাদী হইয়া কাহারও অনুরোধ কিম্বা মুখাপেক্ষা না করিয়া সত্যৰূপে ঈশ্বরের পথ দেখাইতেছেন, তাহা আমরা জানি ; অতএব কৈসর রাজাকে কর দেওয়া কৰ্ত্তব্য কি না ? আমরা দিব কি না ? তাহাতে ১৫ তিনি তাহদের কাপট্য বুঝিয়া কহিলেন, আমার পরীক্ষা কেন করিতেছ? একটা সিকি আনিয়া অামাকে দেখাও । তখন তাহার একটা সিকি আনিলে পর তিনি ১৬ তাহাদিগকে জিজ্ঞাসিলেন, ইহাতে কাহার এই মূৰ্ত্তি ও মাম আছে ? তাহারা কহিল, কৈসরের । তাহাতে যীশু ১৭ কহিলেন, তবে কৈসরের যাহা তাহা কৈসরকে দেও, আর ঈশ্বরের যাহা তাহ ঈশ্বরকে দেও ; তাহাতে তাহারা আশ্চৰ্য্য জ্ঞান করিল ৷ পরে সদুকিরা, অর্থাৎ কবরহইতে উত্থান হয় না, এই ১৮ কথা যাহারা বলে, তাহার। যীশুর নিকটে আসিয়া জিজ্ঞাসা করিল, হে গুরো, কোন ব্যক্তি যদি নিঃসন্তান ১৯ হইয়া স্ত্রীকে রাখিয়া মরে, তবে তাহার ভ্রাতা তাহার স্ত্রীকে বিবাহ করিয়া ভ্রাতার বংশ উৎপন্ন করবে, মূসা আমাদের প্রতি এমন আজ্ঞা লিথিয়াছে । কিন্তু কোন ২ এ লোকেরা সাত ভাই ছিল ; পরে তাহাদের মধ্যে জ্যেষ্ঠ ব্যক্তি বিবাহ করিয়া নিঃসন্তান হইয়া মরিল । তাহাতে ২১ 146