পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ অধ্যায় ।] মার্কলিখিত সুসমাচার। ኔ8ግ দ্বিতীয় ভ্রাত। তাহার স্ত্রীকে বিবাহ করিল, কিন্তু সেও নিঃসন্তান হইয়া মরিল ; পরে তৃতীয় জনও তদ্রুপ হইল । ২২ এই ৰূপে সপ্ত ভ্রাতাই সেই স্ত্রীকে বিবাহ করিয়া নিঃসস্তান হইয়া মরিল, এবং সকলের শেষে সে স্ত্রীও ম২৩ রিল । মৃতদের উত্থান সময়ে যখন তাহারা উঠিবে, তখন সে তাহদের মধ্যে কাহার স্ত্রী হইবে ? যেহেতুক ২৪ তাহারা সাত জনই তাহাকে বিবাহ করিয়াছিল । মীশু উত্তর করিলেন, তোমরা ধৰ্ম্মপুস্তক এবং ঈশ্বরের শক্তি ২৫ ন বুঝিয়া কি ভ্রান্ত হও নাই ? মৃত লোকদের উত্থান হইলে তাহার বিবাহ করে না, এবং বাগদত্তাও হয় ২৬ না, কিন্তু স্বৰ্গীয় দূতগণের তুল্য হয় । আর মৃতদের উথান বিষয়ে ঈশ্বর মূসাকে এই কথা কহিলেন, “আমি “ ইব্রাহীমের ঈশ্বর ও ইস্হাকের ঈশ্বর ও যাকুবের “ঈশ্বর,” ইহা কি তোমরা মূসালিখিত পুস্তকের ঝোপের ২৭ বৃত্তান্তে পাঠ কর নাই ? ঈশ্বর জীবৎ লোকদের ঈশ্বর, মৃত লোকদের ঈশ্বর নহেন ; অতএব তোমরা বড় ভ্রান্তিতে আছে ৷ ২৮ ইতিমধ্যে এক অধ্যাপক আসিয়া তাহদের এমন বিচার শুনিয়া যীশু তাহদের কথায় বিলক্ষণ উত্তর দিয়াছেন, ইহা বুঝিয় তাহাকে জিজ্ঞাসা করিল, সকল ২৯ আজ্ঞার মধ্যে কোন আজ্ঞ শ্রেষ্ঠ ? তাহাতে যীশু উত্তর করিলেন, শ্রেষ্ঠ আজ্ঞ। এই, “হে ইসায়েল্ বংশ, শুন, ৩• “আমাদের প্রভু পরমেশ্বর একই পরমেশ্বর ; এবং তুমি “অাপন সমস্ত আন্তঃকরণ ও সমস্ত প্রাণ ও সমস্ত চিত্ত “ও সমস্ত শক্তিদ্বারা আপন প্রভু পরমেশ্বরকে প্রেম কর,” ৩১ এই প্রথম আজ্ঞ। আর, “তুমি আপন প্রতিবাসিকে “আত্মতুল্য প্রেম কর,” এই ষে দ্বিতীয় আজ্ঞা সে তা 147