পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

V) মথিলিখিত সুসমাচার । [৩ অধ্যায়। সিরা ও তাবৎ যিহুদা দেশের এবং যদি নদীর উভয় তীরস্থ লোকের বাহিরে তাহার নিকটে আসিয় আপন২ পাপ ৬ স্বীকার পূর্বক ঐ যাদনে তাহাদ্বারা বাপ্তাইজিত হইল । আর অনেক ২ ফিৰূশি ও সিদুকি লোকদিগকে আপনার ৭ নিকটে বাপ্তাইজিত হওনার্থে আসিতে দেখিয়। সে তাহাদিগকে কহিল, হে সপের বংশ, আগামি কোপহইতে পলায়ন করিতে তোমাদিগকে কে চেতনা দিল ? অতএব মনঃপরি- ৮ বর্তনের উপযুক্ত ফলে ফলবান হও । কিন্তু “ আমাদের পিতা ৯ ইব্রাহীম আছেন, আপনাদের মনেই এমন ভাবিয়া কহিও না ; কেননা অামি তোমাদিগকে কহিতেছি, ঈশ্বর এই২ প্রস্তরহইতে ইব্রাহীমের সন্তান উৎপন্ন করিতে পারেন । আর বৃক্ষের মূলে এখনও কুঠার লাগান আছে ; ১৭ যে বৃক্ষেতে উত্তম ফল ধরে না, সে ছিন্ন হইয়া অগ্নিতে নিক্ষিপ্ত হইবে । আর আমি মনঃপরিবর্তন সুচক বাপ্তিসূ- ১১ মেতে তোমাদিগকে জলেতে বাপ্তাইজ করিতেছি বটে, কিন্তু আমার পশ্চাৎ যিনি আসিতেছেন, তিনি অামা অপেক্ষাও গুরুতর, আমি তাহার পাছক বহিবারও যোগ্য নহি ; তিনি তোমাদিগকে অগ্নিস্বৰূপ পবিত্র আত্মাতে বাপ্তাইজ করিবেন । আর তাহার হস্তে কুলা আছে, তিনি ১২ আপন শস্য শুদ্ধ মতে ঝাড়িয়া আপনার গোম ভাণ্ডারে সংগ্রহ করবেন, কিন্তু ভূষি সকল অনিৰ্ব্বাণ অগ্নিতে দগ্ধ করিবেন । পরে যীশু যোহনদ্বারা বাপ্তাইজিত হইবার জন্যে গালীল ১৩ দেশহইতে তাহার নিকটে যাদনে আইলেন । কিন্তু যোহন ১৪ নিষেধ করিয়া তাহাকে কহিল, তুমি কেন আমার নিকটে আসিতেছ ? বরং তোমাদ্ধার বাপ্তাইজিত হওন আমার আবশ্যক আছে। তখন যীশু উত্তর করিলেন, এখন অনুমতি ১৫ 6