পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

5 (ί ο মার্কলিখিত সুসমাচার। [১৩ অধ্যায় । তাহা আমাদিগকে বলুন । তাহাতে যীশু তাহাদিগকে কহিতে লাগিলেন, সাবধান, কেহ তোমাদিগকে ন৷ जून'উক । অনেকে আমার নাম ধরিয়া আসিবে, এবং “আলমি খ্রীষ্ট’ ইহা বলিয়া অনেক লোকের ভ্রান্তি জন্মইবে । কিন্তু তোমরা সংগ্রামের সংবাদ ও যুদ্ধের আড়স্বর শুনিয়া ব্যাকুল হইও না ; এ সকল অবশ্যই হইবে, কিন্তু আপাততঃ যুগান্ত হইবে না । আর দেশের বিপক্ষে দেশ, ও রাজ্যের বিপক্ষে রাজ্য উঠিবে ; এবং স্থানেই ভূমিকম্প ও দুর্ভিক্ষ এবং মহাক্লেশ উপস্থিত হইবে ; এই সকল দুঃখের উপক্রম । কিন্তু তোমরা আপনাদের বিষয়ে সাবধান থাকিও, কেননা লোকেরা তোমাদিগকে রাজসভাতে সমৰ্পন করিবে, এবং ভজনালয়ে প্রহার করিবে ; আর তোমরা আমার নাম প্রযুক্ত দেশগধ্যক্ষ ও রাজাদের প্রতি সাক্ষ্য দিবণর নিমিত্তে তাহাদের সম্মুখে আনীত হইবা । এবং শেষ হওনের পূৰ্ব্বে তাবৎ দেশীয়দের কাছে সুসমাচার প্রচার করা যাইবে । কিন্তু যখন তাহার তোমাদিগকে ধরিয়া সমপণ করিবে, তখন কি২ উত্তর করিবা, অগ্রে তাহার বিবেচনা করিও না, ও তাহার নিমিত্তে কিছু ভাবিও না ; সেই সময়ে তোমাদিগের মনে যে২ কথা উপস্থিত করা যাইবে, তাহাই কহিও ; কেনন যে বলিবে সে তোমরা নহ, কিন্তু পবিত্র আত্মা কহিবেন । তখন ভ্রাত ভ্রাতাকে ও পিতা পুত্রকে মৃত্যুতে সমর্পণ করিবে ; এবং সন্তানের। আপন২ মাতাপিতার বিপক্ষ হইয়। তা (o ৬ సి X > > R হাদিগকে বধ করাইবে । এবং তোমরা আমার নাম ১৩ প্রযুক্ত সকলের নিকটে ঘূণাস্পদ হইবা ; কিন্তু যে কেহ শেষ পৰ্য্যন্ত ধৈৰ্য্যাবলম্বন করিবে, সেই পরিত্রাণ পাইবে । 150