পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৪ অধ্যায় ।] মার্কলিখিত সুসমাচার। ( Nరి ৩৭ এই জন্যে যাহা আমি তোমাদিগকে কহি, তাহাই সক লকে কহি, জাগ্রৎ হইয় থাক । ১৪ অধ্যায় । ১ খ্রীষ্টের বিরুদ্ধে কুপরামর্শ ৩ ও স্ত্রীদ্বারা সুগন্ধি তৈলেতে তাহার অভিষিক্ত হওন ১০ ও যিহুদার বিশ্বাসঘাতকতা ১২ ও নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিতে শিষ্যদিগকে প্রেরণ ১৭ ও তাহাদের সহিত ভোজন ২২ ও আপনার রাত্রিভোজ নিরূপণ ২৭ ও পিতরের অস্বীকার বিষয়ক ভবিষ্যদ্বাক্য ৩২ ও উদ্যানে স্ত্রীষ্টের মনস্তাপ ৪৩ ও গ্রীষ্টের পরহস্তগত হওন ৫৩ ও তাহার বিচার করণ ও দণ্ডাজ্ঞা দেওন ১৬ ও পিতরের অস্বীকার করণ । ১ অনন্তর নিস্তারপর্ব ও তাড়াশুন্য রুটার পর্ব উপস্থিত হওনের দুই দিবস পূর্বে প্রধান যাজকের ও অধ্যাপকেরা কোন ছলেতে যীশুকে ধরিতে ও বধ করিতে অ২ ম্বেষণ করিল । কিন্তু তাহারা কহিল, পৰ্ব্বসময়ে নহে, তাহা হইলে লোকদের মধ্যে কলহ উপস্থিত হইতে পারে । ৩ অনন্তর যীশু বৈথনিয়া নগরে শিমোন কুষ্ঠির গৃহে ভোজনে বসিবার সময়ে এক স্ত্রী শ্বেতপ্রস্তরের পাত্রে বহুমূল্য উত্তম সুগন্ধি তৈল আনিয়। ঐ পাত্র খুলিয়। ৪ তাহার মস্তকে ঢালিয়। দিল । তাহাতে কেহ২ মনে ক্রুদ্ধ ৫ হইয়। কহিল, তৈলের এমন অপব্যয় কেন ? এই তৈল তিন শত সিকি অপেক্ষাও অধিক মূল্যে বিক্রীত হইতে পারিত, এবং ঐ মূল্য দরিদ্র লোককে দত্ত হইতে পারিত, ৬ এ কথা কহিয়া ঐ স্ত্রীর সহিত বচস করিল । কিন্তু যীশু কহিলেন, উহাকে থাকিতে দেও, কেন দুঃখ দেও? সে ৭ আমার প্রতি সৎকৰ্ম্ম করিল । দরিদ্রের তোমাদের নিকটে সতত থাকে, তাহতে তোমাদের যখন ইচ্ছা হয়, তখনই তাহাদের উপকার করিতে পার ; কিন্তু আমি 153