পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৪ অধ্যায় ।] মার্কলিখিত সুসমাচার। るQ(。 নগরে প্রবিষ্ট হইয়া তিনি যেমত কহিয়াছিলেন, সেই মত পাইয়৷ তথায় নিস্তারপর্বের ভোজ প্রস্তুত করিল। ১৭ অনন্তর সন্ধ্যাকাল উপস্থিত হইলে যীশু দ্বাদশ শিষ্যের সহিত উপস্থিত হইলেন, এবং সকলে ভোজন ক১৮ রিতে বসিলে তিনি কহিলেন, আমি তোমাদিগকে যথার্থ কহিতেছি, আমার সহিত ভোজনকারি তোমাদের মধ্যে ১৯ এক জন আমাকে পরহস্তগত করবে। তখন তাহারা দুঃখিত হইয়। একে২ জিজ্ঞাসা করিতে লাগিল, সে কি ২০ অামি ? পরে আর এক জন কহিল, সে কি আমি ? তাহাতে তিনি উত্তর করিলেন, এই দ্বাদশের মধ্যে যে জন ২ ১ আমার সঙ্গে ভোজনপাত্রে হস্ত মগু করিবে, সেই । মনুষ্যপুত্রের বিষয়ে যেমন লিখিত আছে, তদনুসারে তাহার গতি হইবে ; কিন্তু যে ব্যক্তির দ্বারা মনুষ্যপুত্র পরহস্তগত হইবেন, হায়২ তাহার জন্ম ন হইলে ভাল হইত । ২২ অপর তাহদের ভোজন সময়ে যীশু রুটী লইয়। ঈশ্বরের গুণানুবাদ পূর্বক ভাঙ্গিয় তাহাদিগকে দিয়া কহিলেন, ইহা লইয়। ভোজন কর, এ আমার শরীরস্বৰূপ ৷ ২৩ পরে তিনি পানপত্র লইয়া ঈশ্বরের গুণানুবাদ করিয়া তাহাদিগকে দিলেন, তাহাতে তাহারা সকলেই পান ক২৪ রিল । আর তিনি তাহাদিগকে কহিলেন, ইহা নূতন নিয়মের ও অনেকের ( মঙ্গলের) নিমিত্তে পাতিত আমার ২৫ রক্তস্বৰূপ । আমি তোমাদিগকে যথার্থ কহিতেছি, যাবৎ ঈশ্বরের রাজ্যেতে নূতন দ্রাক্ষারস পান না করিব, তাবৎ আমি দ্রণক্ষণফলের রস আর কখনো পান করিব না । ২৬ অনন্তর তাহার এক গীত গান করিয়া জৈতুন পৰ্ব্বতে গমন করিল। 155