পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

色@心 মার্কলিখিত সুসমাচার। [১৪ অধ্যায়। পরে যীশু তাহাদিগকে কহিলেন, এই রাত্রিতে আমি ২৭ তোমাদের সকলের বিষ্ণুস্বৰূপ হইব কেননা লিপি আছে, “আমি মেষপালককে প্রহার করিব, তাহাতে মেষে“রা ছিন্নভিন্ন হইয়া যাইবে ।” কিন্তু কবরহইতে আমার ২৮ উত্থান হইলে পর তোমাদের অগ্ৰে গালীলেতে যাইব । তখন পিতর কহিল, যদ্যপি সকলের বিষ্ণুস্বৰূপ হও, তথা- ২৯ পি আমার হইব না । তাহাতে যীশু কহিলেন, আমি ৩০ তোমাকে যথার্থ কহিতেছি, অদ্য রাত্রিতে কুকুড়ার দ্বিতীয় ডাকের পূর্বে তুমি আমাকে তিন বার অস্বীকার করিব । কিন্তু সে আরো দৃঢ় ৰূপে বলিল, যদ্যপি তো- ৩১ মীর সহিত মরিতে হয়, তথাপি কোন ক্রমে তোমাকে অস্বীকার করিব না ; এবং অন্য সকলেও তদ্রুপ কথা কহিল । অপর তাহার। গেৎশিমানী নামক এক স্থানে উপ- ৩২ স্থিত হইলে তিনি শিষ্যদিগকে কছিলেন, যাবৎ আমি প্রার্থনা করি, তাবৎ তোমরা এই স্থানে বসিয়া থাক । , পরে তিনি পিতরকে ও যাকুকে ও যোহনকে সঙ্গে লইয়। ৩৩ গেলেন ; আর অত্যন্ত ত্ৰাসযুক্ত ও ব্যথিত হইতে লাগিলেন । এবং তাহাদিগকে কহিলেন, মৃত্যুজনক দুঃখেতে ৩৪ আমার প্রাণ অত্যন্ত দুঃখিত হইতেছে ; তোমরা জাগ্রৎ হইয়। এ স্থানে থাক । পরে তিনি কিঞ্চিৎ দূরে গিয়া ভূ- ৩৫ মিতে উবুড় হইয় পড়িলেন, এবং যদি হইতে পারে, তবে সেই দুঃসময় যেন তাহাহইতে দূরীকৃত হয়, এই অভিপ্রায়ে প্রার্থনা করিয়া কছিলেন, হে পিতঃ২, সকলি তোমার ৩৬ সাধ্য, অতএব এই পানপত্র আমাহইতে দূর কর, কিন্তু আমার ইচ্ছামত না হউক, তোমার ইচ্ছামত হউক । পরে তিনি আসিয় তাহাদিগকে নিদ্রিত দেখিয় পিত- ৩৭ 156