পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ অধ্যায়।] লুকলিখিত সুসমাচার। $9% ৫ যিহুদা দেশীয় হেরোদ নামক রাজার অধিকার সময়ে অবিয় যাজকের পালার অধিকারী সিখুরিয় নামে এক জন যাজক এবং হারোণের বংশোদ্ভব ইলীশেব: ৬ নামে তাহার স্ত্রী, এই দুই জন নির্দোষৰূপে পরমেশ্বরের সমস্ত অজ্ঞ ও বিধি পালন করিয়া ঈশ্বরের ৭ দৃষ্টিতে ধাৰ্ম্মিক ছিল । ইলীশেবা বন্ধ্যা হওয়াতে তাহদের সন্তান ছিল না, ও তাহারা দুই জনই বৃদ্ধ ছিল । ৮ যখন সিখরিয় পালানুক্রমে ঈশ্বরের সাক্ষাতে যাজকীয় ৯ কৰ্ম্ম করে, তখন যজ্ঞকৰ্ম্মের রীতিক্রমে পরমেশ্বরের মন্দিরে প্রবেশ করণের সময়ে তাহার ধূপ জ্বালাওনের ১ - ভার ছিল । সেই ধূপ জ্বালাওনের সময়ে লোকসমূহ ১১ প্রার্থনা করিতে বাহিরে থাকিলে পরমেশ্বরের এক দৃত ধূপবেদির দক্ষিণ পাশ্বে দণ্ডায়মান হইয়া দর্শন দিল । ১২ লিখরিয় তাহাকে দেখিয়া উদ্বিগ্ন ও শঙ্কাযুক্ত হইল । ১৩ তখন সে দূত তাহাকে কহিল, হে সিখরিয়, ভয় করিও না ; তোমার প্রার্থনা গ্রাহ হইয়াছে, তাহাতে তোমার স্ত্রী ইলীশেবা পুত্র প্রসব করিবে, ও তাহার নাম যো১ ৪ হন রাখিবা । আর সে তোমার আনন্দ ও হর্ষজনক হইবে ; তাছার জন্মেতে অনেকেই আনন্দিত হইবে । ১৫ যেহেতুক পরমেশ্বরের গোচরে সে মহান হইবে, এবং ১৬ দ্রাক্ষারস কি সুরা কিছুই পান করিবে না ; আর জন্মাবধি পবিত্র আত্মাতে পরিপূর্ণ হইয়। ইসায়েল বং১৭ শের অনেককে প্রভু পরমেশ্বরের পথে আনিবে । এবং সন্তানদের প্রতি পিতৃগণের মন ফিরাইতে ও অনাজ্ঞাবহুদিগকে ধৰ্ম্মজ্ঞান প্রদান করিয়া প্রভু পরমেশ্বরের সেবার নিমিত্তে এক জাতি প্রস্তুত করিতে, সে এলিয়ের ন্যায় আত্মা ও শক্তি বিশিষ্ট হইয়। র্তাহার অগ্রে গমন 167