পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

め○bア লুকলিখিত সুসমাচার। [১ অধ্যায় । করিবে । তখন সিখরিয় দূতকে কছিল, ইহা কি প্রকা- ১৮ রে জানিব ? কেননা অামি বুদ্ধ, এবং আমার স্ত্রীও < বয়সে বদ্ধ। তাহাতে দূত উত্তর করিয়া কহিল, ঈশ্বরের ১৯ সাক্ষাদ্বত্তী জিব্রায়েল (নামে দূত) আমি তোমার সহিত কথোপকথন করিতে ও তোমাকে ७ड्रे সুসমাচার দিতে প্রেরিত হইলাম । কিন্তু দেখ, আমার যে বাক্য কাল- ২ • ক্রমে সফল হইবে, তাহাতে তুমি প্রত্যয় করিলা না ; এ নিমিত্তে যে পৰ্য্যন্ত এই সকল সিদ্ধ ন হইবে, সে পৰ্য্যন্ত তুমি বাক্য উচ্চারণের শক্তি ন পাইয়। বোব। হইয়৷ থাকিব । সে সময়ে যে সকল লোক সিখরিয়ের ২১ অপেক্ষাতে ছিল, তাহারা মন্দিরের মধ্যে তাহার অনেক বিলম্বেতে আশ্চৰ্য্য জ্ঞান করিতে লাগিল ; কিন্তু সে ২২ বাহিরে আইলে পর যখন কোন কথা বলিতে না পারিয়া সঙ্কেত করিয়া নীরব থাকিল, তখন মন্দিরের মধ্যে সে যে কাহারে। দর্শন পাইয়াছে, তাছ। সকলেই বুঝিতে পারিল । পরে তাহার সেবার পালা সম্পূর্ণ হই ২৩ লে সে নিজ গৃহে গমন করিল । কিছু দিন গত হইলে ২৪ তাছার স্ত্রী ইলীশেবা গৰ্বিণী হইল ; পরে সে পাচ মাস সংগোপনে থাকিয়। কছিল, লোকদের নিকটে আ- ২৫ মার অপমান খণ্ডাইবার নিমিত্তে এখন পরমেশ্বর অণমীর প্রতি দৃষ্টিপাত করিয়া এমন ব্যবহার করিলেন । অপর তাহার যষ্ঠ মাস গৰ্ব হইলে গালীল প্রদেশীয় ২৬ নাসরৎ নগরে দায়ুদ বংশোদ্ভব ঘূষয় নামক পুরুষের প্রতি মরিয়ম নাম্নী যে কুমারী বাগদত্ত হইয়াছিল, তা- ২৭ স্থার নিকটে জিব্রায়েল দূত ঈশ্বরকতৃক প্রেরিত হইয়া আসিয়। কহিল, ওগো ঈশ্বরের মহানুগৃহীতে কন্যে, তো- ২৮ মার কল্যাণ হউক ; নারীগণের মধ্যে তুমিই ধন্য ; পর 168